কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের কারণে বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

সংগঠনের যৌথ সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরে তারা প্রথম এই সিদ্ধান্ত নেন। তখন শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশে শিলিগুড়িতে আসা বাংলাদেশিদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছিল। তবে এবার থেকে আর কোনো বাংলাদেশিকেই হোটেলে থাকতে দেওয়া হবে না।

তার ভাষায়, “২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেন। মানবিক কারণে যারা পড়াশোনা বা চিকিৎসার জন্য আসতেন, তাদের ক্ষেত্রে ছাড় ছিল।”

উজ্জ্বল ঘোষ আরও বলেন, “কিন্তু বাংলাদেশে চলমান (কথিত) সহিংসতা ও ভারতবিরোধী মন্তব্যের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি—এখন থেকে কোনো বাংলাদেশিকেই হোটেল ভাড়া দেওয়া হবে না।”

আরো ছোট, নিরপেক্ষ সুরে বা আরও সংবাদধর্মী করে চাইলে বলুন — ঠিক করে দেব।

তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন।

এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র।

প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া