ইসরায়েলের পণ্য বয়কটে কিছু দিন আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কেএফসি, পিৎজা হাট, বাটা শোরুমে ভাঙচুর চালায় একদল জনতা। কিন্তু এবার একই ঘটনা ঘটল পাকিস্তানেও।

পাকিস্তানের করাচি থেকে শুরু করে লাহোরে কেএফসি সহ একাধিক বড় আউটলেটে ভাঙচুর করে দেশটির একদল জনতা । ঘটনায় অন্তত ১০ জনকে আটক করেছে ওই দেশের পুলিশ।

গোটা ঘটনায় ৬০ এর বেশি জনের বিরুদ্ধে রয়েছে এফাইআর। তারই মাঝে এবার মুসলিম বিশ্বকে ইসরায়েল বয়কটের ডাক দিলেন পাকিস্তানের নামি মৌলবী মুফতি তাকি উসমানি।

পাকিস্তানের নামি মৌলবী মুফতি তাকি উসমানি ডাক দিয়েছেন গোটা মুসলিম বিশ্বের প্রতি। তাঁর আহ্বান, গোটা মুসলিম বিশ্ব যেন ইসরায়েলকে বয়কট করে। এমনই তথ্য তুলে ধরেছে ‘দ্য ট্রিবিউন এক্সপ্রেস’।

তিনি বারবার জোর দিয়েছেন, যাতে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানে চলা বিক্ষোভ শান্তিপূর্ণ হয়। তিনি শরিয়া আইন তুলে ধরে সাফ হুঁশিয়ারি দেন যে, কোনও সম্পত্তি বা কোনও ব্যক্তির ক্ষতি করা যাবে না।

তিনি বলেন,‘বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় প্যালেস্তাইন সম্মেলনে এই আহ্বান জানানো হয়, যেখানে গাজা ও প্যালেস্তাইন চলমান সংকট মোকাবেলায় বিভিন্ন মতবাদের অসংখ্য ইসলামী পণ্ডিত একত্রিত হন।’ সেখানে আমেরিকা ও ইজরায়েল দুই দেশেরই বিরোধিতা করা হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের কোনও বিরোধিতা আমেরিকা করছে না বলে অভিযোগের সুর চড়া হয় পাকিস্তানের বুকে।