সম্প্রতি রাশিয়ার কয়েকটি ড্রোন প্রবেশ নিয়ে ন্যাটো জোটে উত্তেজনার প্রেক্ষাপটে পোল্যান্ডের আকাশে মহড়া চালিয়েছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ন্যাটোর পূর্বাঞ্চলীয় সেন্ট্রি মিশনের অংশ হিসেবে, পশ্চিমা জোটের প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিবৃতিতে বলেছেন, এই মিশনটি 'একটি স্পষ্ট সংকেত পাঠায়- ন্যাটো আকাশসীমা রক্ষা করা হবে।'

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ডের একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে দুটি টাইফুন যুদ্ধবিমান পোলিশ আকাশে টহল দেয়। রাশিয়ার আকাশ হুমকি প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য এগুলো উড্ডয়ন করে। শনিবার ভোরে বিমানগুলো নিরাপদে যুক্তরাজ্যে ফিরে এসেছে।

যুক্তরাজ্য সরকার ২০২৭ সালের এপ্রিলের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৬%-এ উন্নীত করার কথা জানিয়েছে। প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার জন্য ট্রাম্প ইউরোপীয়দের সমালোচনার পর অনেক দেশই এখন ব্যয় বাড়ানোর দিকে হাঁটছে।

এদিকে, ন্যাটোর আরেক সদস্য এস্তোনিয়া গত শুক্রবার বলেছে, তিনটি রাশিয়ান সামরিক বিমান 'অভূতপূর্ব' অনুপ্রবেশে ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করেছে।

এরপর ব্রিটিশ মন্ত্রী হিলি নিন্দা করে বলেন, 'সর্বশেষ বেপরোয়া এবং বিপজ্জনক কার্যকলাপ সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটোর আকাশসীমার তৃতীয় লঙ্ঘন।'

অপরদিকে, পোল্যান্ডে রাশিয়ার ড্রোন ইউক্রেনে হামলার সময় ভুলবশত প্রবেশ করেছিল বলে আগেই জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের কথা অস্বীকার করে বলেছে, বিমানগুলো নিরপেক্ষ জলসীমার ওপর দিয়ে উড়েছে।