ভারতের রাজধানী নয়াদিল্লির মুঘল আমলের ঐতিহাসিক স্থাপনা লালকেল্লা মারাত্মক বায়ুদূষণের কারণে ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ছে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, লাল বেলেপাথরে নির্মিত এই স্থাপনার দেয়ালে কালো আস্তরণ জমে সূক্ষ্ম খোদাই ও নকশাকে হুমকির মুখে ফেলছে।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত ও ইতালির গবেষকরা যৌথভাবে এ বিষয়ে গবেষণা চালান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধূলিকণা ও রাসায়নিক বিক্রিয়ার কারণে লালকেল্লার দেয়ালে ০.০৫ থেকে ০.৫ মিলিমিটার পুরু কালো স্তর তৈরি হচ্ছে।
গবেষকদের মতে, লালকেল্লার খিলান, গম্বুজ এবং সূক্ষ্ম পাথরের নকশায় সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। একবার এই আস্তরণ পুরু হয়ে গেলে তা সরানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যা স্থায়ী ক্ষতির আশঙ্কা তৈরি করে। বিশেষ করে বাতাসে ভাসমান PM 2.5 এবং PM 10 ধূলিকণা এ সমস্যার প্রধান কারণ।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত সংরক্ষণমূলক পদক্ষেপ না নিলে লালকেল্লার ঐতিহাসিক সৌন্দর্য ও স্থাপত্যের নকশা হারানোর ঝুঁকি রয়েছে। তাদের পরামর্শ, ক্ষতিগ্রস্ত অংশে বিশেষ ধরনের সুরক্ষা উপাদান বা সিলান্ট ব্যবহার করলে কালো আস্তরণের বিস্তার ধীর করা বা প্রতিরোধ করা সম্ভব।
গবেষকরা আরও জানান, দিল্লির অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো লালকেল্লার সংরক্ষণও জরুরি হয়ে পড়েছে। কারণ দূষণের ক্ষতি ধীরে হলেও তা স্থায়ী হয়ে যায়। সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালকেল্লার ইতিহাস ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে।