ইরানের বর্তমান সরকারকে উচ্ছেদ করার যেকোনো চেষ্টাকে 'কৌশলগত বিপর্যয়' বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো।
তিনি বলেন, কোনো দেশের শাসনব্যবস্থা বাইরে থেকে হস্তক্ষেপ করে বদলে দেওয়ার চেষ্টা ইতিহাসে কখনো সফল হয়নি।
কানাডার কুইবেকে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ম্যাঁক্রো। তিনি জোর দিয়ে বলেন, “যাঁরা মনে করেন বোমা ছুড়ে কোনো জাতিকে মুক্ত করা যায়, তাঁরা অতীতে যেমন ভুল করেছেন, এখনও করছেন।”
ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধাবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়ে ম্যাঁক্রো উভয় দেশকে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি বলেন, “বেসামরিক মানুষের ওপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে গত পাঁচদিন ধরে ভয়াবহ সঙ্ঘাত চলমান রয়েছে। উভয় পক্ষই একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। পাল্টা আঘাতে ইরানও ক্ষেপণাস্ত্র হানায় ইসরায়েলে ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ফ্রান্সের এই বক্তব্য পশ্চিমা বিশ্বের মনোভাবেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, ম্যাঁক্রোর এমন অবস্থান ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার একটি স্পষ্ট বার্তা বহন করে।