সারা বিশ্বের কোটি কোটি মুসলমান পবিত্র মাহে রমজান মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

এই মাস হলো আল্লাহর নৈকট্য অর্জনে ইবাদত-বন্দেগি, পারিবারিক বন্ধন দৃঢ় করা ও সমাজে ভালোবাসা ও সহযোগিতা ছড়িয়ে দেওয়ার অনন্য আবহে। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান মাস শুরু তার কিছুটা ধারণা দিয়েছে জ্যোতির্বিদরা।

গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাবে আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এর আগের সন্ধ্যায় আরব বিশ্বের অনেক দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এজন্য প্রতিটি দেশেই শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজানের শুরু ও শেষ ঘোষণা করে।

ইসলামী ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই প্রতিটি মাস নতুন চাঁদ দেখার মাধ্যমেই শুরু ও শেষ হয়। যেহেতু চন্দ্র মাস সৌর মাসের তুলনায় ১০ থেকে ১১ দিন ছোট, তাই প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজানের তারিখ কিছুটা এগিয়ে আসে।

ফলে মুসলমানরা কখনো শীতে, কখনো গ্রীষ্মে, আবার কখনো বর্ষা কিংবা বসন্তে রোজা রাখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা লাভ করেন।