রোমান শেখ

১) নামাজ আদায় করা

“নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” — [সূরা আনকাবুত ২৯:৪৫]

২)বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা

“তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।” — [সূরা নূহ ৭১:১০]

৩)কুরআন তেলাওয়াত ও এর উপর আমল করা

“এটি একটি কল্যাণময় কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তারা চিন্তা-ভাবনা করে, আর জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে।।” — [সূরা ছাদ ৩৮:২৯]

৪) মা-বাবার সেবা করা

“আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার সন্তুষ্টিতে।” — [তিরমিজি]

৫) অন্যের উপকার করা

“মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ, যে মানুষের উপকারে আসে।” — [সহীহ বুখারী]

৬) সদা সত্যবাদী থাকা

“সত্যবাদী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন।” — [সহীহ মুসলিম]

৭) অন্যকে ক্ষমা করা

“যে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন।” — [সহীহ মুসলিম]

৮) দান-সদকা করা

“আল্লাহর পথে দান করলে তিনি তার পরিবর্তে আরও বেশি দেন।” — [সূরা বাকারা ২:২৬১]

৯) নফল নামাজ ও রোজা পালন করা

“রোজা আমার জন্য, আর আমি তার প্রতিদান দিব।” — [সহীহ বুখারী]

১০) আল্লাহর যিকর (স্মরণ) করা

“যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, সে জীবিতের ন্যায়।” — [সহীহ বুখারী]

১১) হাসিমুখে কথা বলা

‘প্রতিটি ভালো কাজই সদকা। আর অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা—একটি ভালো কাজ।’ (জামে তিরমিজি: ১৯৭০)

১২) সালাম প্রচার করা

“তোমরা সালাম প্রচার করো, তবেই পরস্পর ভালোবাসবে।” — [সহীহ মুসলিম]

১৩) ফজরের পর কিছুক্ষণ যিকর করা

“যে ফজরের নামাজের পর আল্লাহর যিকর করে সূর্য উঠা পর্যন্ত বসে থাকে, তার জন্য হজ ও উমরার সমান সওয়াব।” — [তিরমিজি]

১৪) গরীব ও এতিমদের সাহায্য করা

“যে এতিমের মাথায় হাত রাখে, তার প্রতি আল্লাহ দয়া করেন।” — [সহীহ বুখারী]

১৫) অন্যের দোষ গোপন করা

“যে মুসলমানের দোষ ঢেকে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে দেবেন।” — [সহীহ মুসলিম]

১৬) কৃতজ্ঞ থাকা (শোকর আদায় করা)

“তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব।” — [সূরা ইব্রাহীম ১৪:৭]

১৭) কাউকে কষ্ট না দেওয়া

“মুসলমান সেই ব্যক্তি, যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।” — [সহীহ বুখারী]

১৮) দুনিয়ার প্রতি আসক্তি কমানো

“দুনিয়ার প্রতি অনাসক্ত হলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন।” — [ইবন মাজাহ]

১৯) সালাতুল দোহা (বেলা ৯-১০টার পর নফল নামাজ) আদায় করা

“যে দুই রাকাত দোহা নামাজ পড়ে, তার সব অঙ্গ-প্রত্যঙ্গের হক আদায় হয়ে যায়।” — [সহীহ মুসলিম]

২০) আল্লাহর প্রতি পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখা