পঞ্চগড়ে সদ্য নির্মিত মীরগড় ইকো পার্কে বিনোদনপ্রেমী লোকজনের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। আগত লোকজনের অধিকাংশই শিশু কিশোর। শহর জীবনের কোলাহলকে পাশকাটিয়ে পরিবারের সদস্যদের একটু বাড়তি আনন্দ দিতেই তারা পার্কে এসেছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা।

ঈদে ঘরে ফেরা লোকজন পরিবারের সদস্যদের একটু বাড়তি আনন্দ দিতে ছুটছেন জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এবার বিনোদন কেন্দ্র হিসেবে নতুন মাত্রা যোগ করেছে পঞ্চগড়ের মীরগড় এলাকায় করতোয়া নদীর কোলঘেষে সদ্য নির্মিত ইকো পার্ক। ঈদের চতুর্থ দিনেও পার্কে ভীড় করছেন নানা বয়সী মানুষ। পঞ্চগড় শহর থেকে চার কিলোমিটার দূরে ২১ একর সরকারি পরিত্যক্ত জমিতে জেলা প্রশাসন পার্কটি নির্মাণ করে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নির্মল পরিবেশে পার্কটিতে অনেকেই এসেছেন বাবা মায়ের হাত ধরে আবার অনেকেই এসেছেন বন্ধুদের সাথে নিয়ে। ঈদের আনন্দে পার্কে এসে খুশি সবাই জানালেন ইকোপার্ক দেখতে আসা মিথি, রীয়া রীথি ও সাফকাত।

পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী জানালেন, ইকো পার্কটি নির্মিত হওয়ায় জেলাবাসীর দীর্ঘদিনের একটি দাবী পূরণ হয়েছে। পার্কটি নির্মাণের ফলে স্থানীয়দের বিনোদনপ্রেমীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের আকৃষ্ট করবে।

সংশ্লিষ্টরা বলছেন, পঞ্চগড়ে চিত্তবিনোদনের অভাব ঘুচানোর পাশাপাশি জেলার অর্থনীতিতেও পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।