স্বাস্থ্যযত্ন
নাটোরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শনিবার সকাল সাড়ে দশটায নাটোর আধুনিক সদর হাসপাতাল নতুন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত।

নাটোরে শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায নাটোর আধুনিক সদর হাসপাতাল নতুন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত।
এবার নাটোর জেলায় সাত উপজেলা ও আট পৌরসভায় মোট দুই লাখ ৪৮ হাজার ৫শ ৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী পঁচিশ হাজার ৫শ ৯২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ তেইশ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় মোট এক হাজার ৩শ ৮৮টি কেন্দ্রে ১শত ৪২ জন স্বাস্থ্য সহকারী, ১শত ৯৬ জন কমিউনিটি হেল্থ প্রোভাইডার, ২শত ৩৩জন পরিবার কল্যাণ সহকারী ও ২ হাজার ৭শত ৭৬জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী, নাটোর পরিবার পরিকল্পনা উপ পরিচালক আনোয়ারুল আজিম, সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফীনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, শিশুকে ভরা পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো অবস্থায় খালি পেটে শিশুদের ভিটামিন খাওয়ানো যাবে না। শিশুর বয়স ৬ মাস না হওয়া পর্যন্ত শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবেন না। কারন এসময় শিশু মায়ের কাছ থেকে এই ভিটামিন পেয়ে থাকে। অসুস্থ অবস্থায় কোন শিশুকে এই ভিটামিন ক্যাপসুল খাওয়াবেন না।