মো: ছায়েফ উল্লাহ,মীরসরাই সংবাদদাতা : শীত এলেই ভ্রমণপিপাসু মানুষের মনে ভিড় করে পাহাড়, ঝরনা আর সমুদ্রসৈকতের ডাক। সেই ডাকে সাড়া দিয়ে একবার ঘুরে আসতেই পারেন চট্টগ্রামের মীরসরাই উপজেলা। পাহাড়, সাগর ও নদী, এই তিন প্রাকৃতিক উপাদানের অপূর্ব সহাবস্থানে গড়ে ওঠা মীরসরাই যেন প্রকৃতির নিজস্ব প্রদর্শনীকেন্দ্র।
উপজেলার এক পাশে পাহাড়ি বনাঞ্চল, অন্য পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, আর উত্তরে বয়ে চলেছে মুহুরী নদী। পাহাড় বেয়ে নেমে আসা ঝরনার কলকল ধ্বনি, সবুজে মোড়া হ্রদ, দূরে সাগরপাড়ে নৌকার আনাগোনা, সব মিলিয়ে অল্প সময়েই পর্যটকদের মন জয় করে নেয় মীরসরাই। পথে পথে দেখা মিলতে পারে হরিণ, শিয়াল কিংবা বনমোরগের, সাথে পাখির কলতান আর ঝিঁঝি পোকার ডাক।
বর্ষা থেকে শীত, এই সময়টাই মীরসরাই ভ্রমণের সবচেয়ে উপযোগী। বর্ষায় ঝরনাগুলো প্রাণ ফিরে পেলেও ঝুঁকি থাকে বেশি। তাই নিরাপদ ভ্রমণ ও ট্রেকিংয়ের জন্য শীত মৌসুমই পর্যটকদের প্রথম পছন্দ। সকালে পাহাড় ও ঝরনা ঘুরে, বিকেলে সমুদ্রসৈকতে সূর্যাস্ত উপভোগ, এটাই এখানে ভ্রমণের আদর্শ ছক।
মীরসরাইয়ে দর্শনীয় স্থানের তালিকা বেশ দীর্ঘ। রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া, ঐতিহাসিক মুহুরী সেচ প্রকল্প, খৈয়াছড়া, নাপিত্তাছড়া, সোনাইছড়ি, বোয়ালিয়া ও মেলখুমের মতো নানান ঝরনা, বাওয়াছড়া লেক, ডোমখালী ও শিল্পনগর সমুদ্রসৈকত। পাশাপাশি আধুনিক বিনোদনের জন্য আছে আরশিনগর ফিউচার পার্ক, হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট।
ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা আরশিনগর ফিউচার পার্ক ইতোমধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। কৃত্রিম ঝরনা, নৌভ্রমণ, শিশুদের কিডস জোন, রেস্টুরেন্ট ও কটেজ, সবমিলিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি আদর্শ স্থান। অন্য দিকে, হিলসডেল মাল্টি ফার্মে প্রাকৃতিক পরিবেশে হরিণের অবাধ বিচরণ, ফুল-ফল আর নানা প্রজাতির গাছ পর্যটকদের ভিন্ন স্বাদ দেয়।
শিল্পনগর ও ডোমখালী সমুদ্রসৈকত শীতের বিকেলে ভ্রমণকারীদের ভিড়ে মুখর থাকে। সুপার ডাইক ঘেঁষে জোয়ার-ভাটার খেলা, কাঁকড়ার ছোটাছুটি আর ঢেউয়ের গর্জন পর্যটকদের মুগ্ধ করে। আর মুহুরীর চর যেন আলাদা এক জগৎ, চরজুড়ে সূর্যের আলো-ছায়া, অতিথি পাখির ঝাঁক আর নৌকার চলাচল প্রকৃতিপ্রেমীদের টেনে নেয় বারবার। সবমিলিয়ে পাহাড়, ঝরনা, বন, হ্রদ ও সমুদ্র, এক জায়গায় এত বৈচিত্র্য খুব কম এলাকাতেই পাওয়া যায়। তাই শীতের ছুটিতে প্রকৃতির কাছে একটু ফিরে যেতে চাইলে মীরসরাই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।