মানবিকতার সমস্ত বৈশিষ্ট্য ম্লান হয়ে গেছে ফিলিস্তিনে। ইসরাইলী বর্বরোচিত গণহত্যায় পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে যায়নবাদীরা। দখলদার ইহুদীদের দীর্ঘ পরিকল্পনার ফসল হিসেবে মানবিক মূল্যবোধের কবর রচনা করছে তারা। নারী, শিশুসহ সমস্ত ফিলিস্তিনী জনগণের রক্তে রঞ্জিত হয়েছে গাজার প্রতিটি বালুকণা, ইট-পাথর, কালো রাজপথ। এই বর্বরোচিত অমানবিক গণহত্যার বিরুদ্ধে জেগে উঠেছে বিশ্ববাসী, জেগে উঠেছে লেখক-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। তারই অংশ হিসেবে ১৭ এপ্রিল কবিতা বাংলাদেশ আয়োজন করে ‘প্রতিবাদী কবিতা পাঠ’। ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বিকেল ৫টায় অনুষ্ঠিত প্রতিবাদী কবিতা পাঠ আয়োজনে সভাপতিত্ব করে আশির দশকের খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক কবিতা বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি শরীফ আবদুল গোফরান। প্রধান অতিথি হিসেবে কাব্যময় বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি কবি জাকির আবু জাফর। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি ইব্রাহিম মন্ডল, নাসিম আহমেদ, মুর্শিদ-উল-আলম, সেলিম আউয়াল, রফিক মুহাম্মদ, মুহাম্মদ ইব্রাহিম বাহারী, শাহীন হাসনাত, আলতাফ হোসাইন রানা, তাজ ইসলাম, ফরিদ সাইদ, আহমেদ মঈন, ড. আসাদ পারভেজ, নাসরিন ইসলাম, আবু সাহেদ, আবিদ আজম, মোহাম্মদ নূরুল হক, কবির ভূইয়া, মোমিন রহমান, ওয়াহিদ আল হাসান, শামীম শাহাবুদ্দীন, শাহাদাত সরকার, ওয়াহেদুজ্জামান আহমেদ, সৌখিন আজিজ, নোমান সাদিক, রেজা কারিম, আরিফ হোসেন সবুজ, তানবীর আহমদ শিবলী, জুবাইয়ের বিন ইয়াছির, নাসিব মাহমদী, মোশাররফ হোসাইন, মারুফ হাসান প্রমুখ।
-সীমান্ত আকরাম