মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
এখন শরতকাল। আকাশজুড়ে সাদা মেঘের হাতছানি! খণ্ড খণ্ড মেঘের ভেলায় এক অনাবিল প্রশান্তি! সাদা বকের মেলাও চোখে পড়ে বেশ। ওরা দলবেঁধে উড়ে বেড়ায় নিজের মতো করে। ঐক্যবদ্ধ জীবনের এক নিদর্শন তৈরি করে বকেরা। আমাদের এক হয়ে চলতে শেখায়। এক হতে উদ্বুদ্ধ করে সবাইকে।
নদীর তীরে কাশবন। কাশফুলের হাসিতে মুখরিত নদীর পাড়। কাশবনে পাখিদের ওড়াউড়ি। ফুলে ফুলে প্রজাপতির নাচানাচি। ফুল পাখিদের কলরব। পাখিদের কলকাকলিতে মুখরিত বন। এ এক মিষ্টি মধুর আবেশ যেন! এক সোনালি স্বপ্ন দুয়ার। ভালোবাসার মেলবন্ধন।
পাশে বিল। বিলে কচুরিপানার দল। একঝাঁক কচুরিপানার হাসিতে হৃদয় ভরে যায়। আনন্দে নেচে উঠে মন। মনের দুয়ার। কেটে যায় সকল আবিলতা। কেটে যায় হৃদয়ের পঙ্কিলতা। ফুরফুরে মেজাজে কী আনন্দ! কী সুখ! কী অমলিন হৃদ্যতা! পথিক থমকে দাঁড়ায়। নিজেকে নতুন করে আবিষ্কার করে।
কিছুটা সময় অন্য কিছু ভাবে। অন্য জগতে হারিয়ে যায়। ফুল-পাখি প্রকৃতির সংস্পর্শে নিজেকে হারিয়ে ফেলে। মুগ্ধ হৃদয়ে অপলক নেত্রে আকাশ দেখে! পুলক অনুভব করে হৃদয়ে! মনের গভীরে।
বিলের পাশে ধানি জমি। জমিনজুড়ে সবুজের সমারোহ। সবুজের হাট যেন। হৃদয় জুড়িয়ে বয়ে যায় স্নিগ্ধ বাতাস। ঝিরঝিরে বাতাসের স্নিগ্ধ দোলায় আন্দোলিত হয় মনদুয়ার। বাতাসে দোল খায় ধানের সবুজ পাতা। পাতার সাথে দোল খায় হৃদয়-জমিন। হৃদয় বন নেচে উঠে প্রফুল্লতায়!
মাঠে একদল কৃষকের আনাগোনা। তাদের পরশে মুখরিত ধানক্ষেত। ধানের সবুজ পাতা যেন বন্ধু খুঁজে পায়। কৃষকের সাথে যেন কথা বলে হৃদয় খুলে। মন উজাড় করে। মাঠজুড়ে আমনের আবাদ। গানজিয়া ধানের সবুজ ভূমি! কী অপরূপ! কী মায়াময়! কী নির্মল সেই সবুজের স্নিগ্ধতা! সবুজের হাতছানি! হৃদয় আকুল হয়! আনন্দ ব্যাকুলতায় নেচে ওঠে হৃদয়ের বন! ডানা মেলে হৃদয়ের ছাতা।
আকাশ জুড়ে মেঘের ভেলা। মেঘে মেঘে লুকোচুরি। মেঘেরা পেঁজা তুলোর মতো উড়ে বেড়ায় গগন জুড়ে। আকাশ নীলিমে। কখনো আবার মেঘ ভেঙে নেমে আসে বৃষ্টি। জমি ফিরে পায় সতেজতা। সবুজের হাতছানিতে মেতে উঠে আমনের মাঠ। ফসলি জমিন।
মেঘ ভেঙে বৃষ্টি নামে। কুয়াশা বৃষ্টি। হৃদয় জুড়িয়ে যায় বৃষ্টির পরশে। মনে অনাবিল শান্তি নামে। হৃদয় ফিরে পায় স্নিগ্ধতার পরশ। এক স্বপ্ন দুয়ার এসে সামনে দাঁড়ায়। হৃদয় হয় পুলকিত! হয় আনন্দিত! শিহরিত হয় মন! মনের দুয়ার। মনের আকুলতা পাখনা মেলে।
মেঘ আর আকাশ। আকাশ আর বকের সারি। ফুল আর পাখি। প্রজাপতি আর কচুরিপানা। সবুজের মাঠ আর কৃষক। এ আমার বাংলাদেশ। কৃষকের মাঠ। মাঠের স্বপ্ন উঠোন। উঠোনের কল্প রূপ! রূপের নদী। নদী আর সাগর। সাগর আর ভালোবাসা। ভালোবাসার হাতছানি। এগিয়ে চলার বাংলাদেশ। শরতের শুভ্র সকাল।