বিশ্ব সাহিত্যে সম্মানজনক ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে। গতবারের মত এবারও সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ৬টি বই, যাদের মধ্যে পাঁচটি উপন্যাস এবং একটি ছোটগল্পের সংকলন।
আজ মঙ্গলবার বুকারের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার বইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ভাষ্যে বলা হয়েছে, 'মন-প্রসারণকারী ৬টি বই 'মানব অভিজ্ঞতা দেখার ক্ষেত্র এক বিষ্ময়কর দৃষ্টিকোণ' প্রদান করে। নির্বাচিত ৫টি উপন্যাস এবং ইংরেজিতে অনূদিত ছোটগল্পের সংকলনটিকে দীর্ঘ-রূপের কথাসাহিত্যের সেরা কাজ বলেও উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের বিচারকদের চেয়ারম্যান ম্যাক্স পোর্টার বইগুলোকে 'মানবতা সম্পর্কে আশ্চর্যজনক কথোপকথনের প্রকাশ ও বাহন' হিসাবে বর্ণনা করেছেন।
বইগুলো হলো-
১। ড্যানিশ থেকে সলভেজ ব্যালের 'অন দ্য ক্যালকুলেশন অফ ভলিউম'; অনুবাদ করেছেন বারবারা জে. হ্যাভল্যান্ড; ২। ফরাসি থেকে ভিনসেন্ট ডেলেক্রোইক্সে'র 'স্মল বোট', অনুবাদ করেছেন হেলেন স্টিভেনসন; ৩। জাপানি থেকেহিরোমি কাওয়াকামি'র 'আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড', অনুবাদ করেছেন আসা ইয়োনেদা; ৪। ইতালীয় থেকে ভিনসেঞ্জো ল্যাট্রোনিকো'র 'পারফেকশন', অনুবাদ করেছেন সোফি হিউজেস; ৫। কন্নড় থেকে বানু মুশতাকের 'হার্ট ল্যাম্প', অনুবাদ করেছেন দীপা ভাস্তি; এবং ৬। ফরাসি থেকে অ্যান সেরের 'এ লিওপার্ড স্কিন হ্যাট', অনুবাদ করেছেন মার্ক হাচিনসন।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত বইগুলিতে এমন গল্প রয়েছে যা মানব চেতনার অদম্যতা, কৃত্রিম বুদ্ধিমত্তার 'মায়েদের' দ্বারা ভবিষ্যতবাদী বিশ্বে তৈরি শিশুদের লালন-পালন থেকে শুরু করে দক্ষিণ ভারতের পুরুষতান্ত্রিক সম্প্রদায়ের মেয়ে এবং মহিলাদের স্থিতিস্থাপকতা পর্যন্ত; ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় অভিবাসীদের দুর্দশার ডাক, একই দিনের কথা বারবার মনে করতে বাধ্য হওয়া একজন নায়ক থেকে শুরু করে মানসিক অসুস্থতার ছায়ায় আজীবন বন্ধুত্বের যন্ত্রণা ও আনন্দ থেকে শুরু করে এক দম্পতির ডিজিটালি সাজানো জীবনে অর্থপূর্ণ সংযোগের সন্ধান পর্যন্ত।
ডিএস/এমএএইচ