ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে সিলেটে প্রতিশ্রুতি সাহিত্য-বিজ্ঞান পর্ষদ, প্রকাশনাসংস্থা পাপড়ি ও সাহিত্যপত্রিকা আমাদের ডাক এর যৌথ উদ্যোগে এক সেমিনার ৫ জুলাই শনিবার সন্ধ্যায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিশ্রুতি সাহিত্য-বিজ্ঞান পর্ষদের সভাপতি অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীবের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) কবি সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মাশুকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-কবি কামরুল আলম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি মদনমোহন কলেজের অধ্যাপক আবুল কাশেম, বিশিষ্ট ব্যাংকার ও লেখক মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নাঈম হোসেন, নাগরী গবেষক মফিক মোহাম্মদ, সরকারি মদনমোহন কলেজের সহকারী অধ্যাপক যুন্নুরাইন চৌধুরী, সাহিত্যপত্রিকা গাগরা সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান, সাইক্লোন সিলেটের সভাপতি মোয়াজ আফসার, মুহাম্মদ মুশতাক, আমাদের ডাক সম্পাদক আলিম উদ্দিন আলম প্রমুখ। সেমিনারের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত পেশ করেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন।
বক্তারা পলাশীর যুদ্ধকে ঔপনিবেশিক শাসনের সূচনা হিসেবে উল্লেখ করে বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ২৩ জুনের ইতিহাস আমাদের জন্য একটি বড় শিক্ষা। বাঙালিকে ঘরের শত্রু-মিত্র চিহ্নিত করতে হবে। নিজেদের ক্ষুদ্র স্বার্থে জাতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, জাতি তাদের ঘৃণার সাথে স্মরণ করবে। জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। জাতির সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতি কর্মীদের এগিয়ে আসতে হবে।
-বাছিত ইবনে হাবীব