ওমর বিশ্বাস
আসিফরা খুবই উদ্বিগ্ন। সময়গুলো কাটতেই চায় না। নিজেদের অবস্থান নিয়ে তাদের সমস্যা আছে। সবকিছুকে নিজেদের মতো করে নেওয়াও সমস্যা। তারা এখন কী করবে ভাবছে?
তারা এখন অনেক কিছুই পাত্তা দিতে চায় না। আবার ফেলেও দিতে পারে না। তারা ভাবে, এতে তো কারো কোনো সমস্যা হচ্ছে না তাই কাউকে জানাবে না। কিন্তু এতো বড় ঝুঁকির মধ্যে এই এলাকার মানুষ তা জেনেও কাউকে জানাবে না Ñ সেটা কীভাবে সম্ভব? এই ইস্যুটাই এখন বড় মনে হয় তাদের কাছে।
তবু তারা ঠিক করে আপাতত এই মুহূর্তে কাউকে জানাবে না। বাসাতেও না। সমস্যা হলে পরে প্রথমে বাসায় বলবে।
ঠিক হলো গোপনে গোপনে আর কয়েকদিন তারা এই কাজ চালিয়ে যাবে। যদি দেখে তাদের কোনো বড় রকমের সমস্যা হচ্ছে না তাহলে তার নিজেরাই এগিয়ে যাবে। যদি সমস্যা মনে করে তখন যাদের দরকার তাদের সাহায্য নেবে। আপাতত তারা অন্যদের নিয়ে কিছু করতে চায় না। তারা ভীষণ উত্তেজিত হয়ে আছে এলিয়েনদের নিয়ে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে। এখন যেহেতু আসিফ বিষয়টির সাথে খুব বেশি জড়িয়ে গেছে কাজেই কোনোভাবেই এটাকে হালকা করে দেখার সুযোগ নাই। তারা ঝুঁকি নেবে। এরজন্য প্রস্তুতি নিতে থাকে।
এরমধ্যে প্রত্যেকের বাসায় একাধিকবার বকাঝকা করা হয়েছে। দিনের বেলা হলে কেউ কিছু বলে না। তাদের কাজের গতি আর উত্তেজনায় কখনো কখনো সন্ধ্যার পর এমনকি রাতের বেলাতেও ঘর থেকে বের হতে হয়েছে নানান ছুতায়। এরকম তো আর প্রত্যেক দিন করা যায় না তবু তাদের তা করতে হচ্ছে মাঝেমধ্যে। ফলে প্রত্যেকেই বাসায় কৈফিয়তের উপর আছে।
তারা ঠিক করেছে প্রত্যেক বাসা থেকে নিজেদের মতো করে প্রচেষ্টা চালাবে। তারা তার সংগ্রহ করে রেখেছে পর্যাপ্ত পরিমাণ। পুরানা ভাঙারির দোকান থেকে ব্যাটরি আছে এমন বেশ কয়েকটা প্রায় অচল মোবাইল সেট নিয়েছে সের দরে। এগুলোর কোনোকোনোটা চার্জ দিলে চার্জও থাকে না। তাতেই তাদের চলবে। কিছু চার্জার নিয়েছে ওদের কাছ থেকে। নতুন তো কেনা সম্ভব না। অনেক খরচ। পাবে কোথায়? আর সের দরে কেনার ফলে প্রত্যেকের কাছে এখন একাধিক করে সেট। এতে তাদের সুবিধা হবে বেশি। যার কাছে যে কয়টা থাকবে সেই কয়টা দিয়েই প্রত্যেকদিন পরীক্ষা চালাবে।
একদিন আবার আলো ভেসে উঠলো আসিফের সেটে। আসিফ এখন চেষ্টা করছে ওর সেটের সাথে অন্য বন্ধুদের সেট সংযোগ করা যায় কীভাবে? এটা করতে পারলে আরো একটা বড় ধরনের একটা সফলতা আসবে। একত্রে তাদের কাজ করতে সহজ হবে। এতে এলিয়েনদের নেটওয়ার্কে বন্ধুদের সবাইকে একসঙ্গে যুক্ত করতে চেষ্টা করবে। তখন সবাই মিলে একসাথে এলিয়েনদের নাস্তানাবুদ করতে সুবিধা হবে। নিজেদের ভিতর তারা একই সঙ্গে যোগাযোগও রক্ষা করতে পারবে। (চলবে)