সাহিত্য ও সংস্কৃতি
ধা রা বা হি ক উ প ন্যা স
পিঁপড়া কলোনি
ক্যাড কলোনির পিঁপড়েদের ম্যানেজ করে ফেলেছে। পরদিন ভোরে কলোনি থেকে দূরে একটি সোয়াম্প হোয়াইট ওক গাছের নিচে গোপনে মিলিত হয়েছে ওরা। রিসেলকে খবর পাঠানো হয়েছে। একটু পরই চারজন মাকড়সাকে নিয়ে সে উপস্তিত হলো।
Printed Edition

খন্দকার নূর হোসাইন
ক্যাড কলোনির পিঁপড়েদের ম্যানেজ করে ফেলেছে। পরদিন ভোরে কলোনি থেকে দূরে একটি সোয়াম্প হোয়াইট ওক গাছের নিচে গোপনে মিলিত হয়েছে ওরা। রিসেলকে খবর পাঠানো হয়েছে। একটু পরই চারজন মাকড়সাকে নিয়ে সে উপস্তিত হলো। অ্যান্ডি পিঁপড়েদের কাজ বুঝিয়ে দিলো। কাজ শুরু হলো তখন থেকেই। ওক গাছের সর্ব দক্ষিণের ডালের নিচে মাকড়সাদের দুটো জাল বোনার দির্দেশ দিলো রিসেল। স্পিনিং গ্রন্থির সাহায্যে জাল বোনার কাজ করে তারা। মাত্র বিশ মিনিটেই পাশাপাশি দুটো জাল বোনা হয়ে গেল। জাল থেকে চারটা বড়ো শক্তিশালী সুতো টেনে নিয়ে গেল পিঁপড়েরা। এগুলোও মাকড়সাদের স্পিনিং গ্রস্থি থেকে উৎপন্ন। পিঁপড়েরা ওক গাছের সবচেয়ে উঁচু ডালে বেঁধে দিলো সুতোগুলো। এরপর সুতোগুলোর ওপর প্রান্ত মাকড়সারা বেঁধে দিলো জালের সাথে। জালের নিচের দিক থেকেও কয়েকটি সুতো বের করে গাছের শেকড়ে বেঁধে দেওয়া হলো। বাকি পিঁপড়েরা উঠে গেল গাছের সেই ডালেÑ যেখানে সুতোগুলো বাঁধা হয়েছিল। পরিশ্রমী পিঁপড়েরা সেই ডালের পাতাগুলো কেটে দিতে শুরু করলো। দুপুর হয়ে গেল। বাকিরা দুপুরের খাবার খেতে বসলো। পাতা কাটার কাজ একটু পরই শেষ হবে। মোটামুটি কাজ শেষ।
এখন ফগকে কোনোভাবে এখানে এনে ফাঁদে ফেলতে হবে। কিন্তু ফগকে এখানে কীভাবে আনা যায়? সমাধান করে দিলো ড্যাম। সে বললো, ‘ফগ আমাকে লিয়ার একনিষ্ট সমর্থক হিসেবেই জানে। আমি শেষ পর্যন্ত আমার ভুল বুঝতে পেরেছি। সে পথ থেকে সরে এসেছি। কিন্তু লিয়া এসব জানে না। আমাকে এখনো বিশ্বাস করে। ফগের দায়িত্ব আমি নিতে পারি।’
‘গুড।’ ওর কথায় আশ্বস্ত হলো অ্যান্ডি। ড্যামের সাথে আরো দুজনকে পাঠিয়ে দিলো কলোনির পথে। ড্যাম বেঈমানি করলে সাথে সাথে যেন প্রতিশোধ নিতে পারে। তিনজনের সেই দলটাকে গোপনে অনুসরণ করলো মেগার।
কলোনিতে কাছাকাছিই পাওয়া গেল ফগকে। ঘাসের নিচে বসে বিশ্রাম নিচিছল সে। ওখান থেকে ঘুরে দাঁড়ালো ড্যাম। সোজাসুজি লিয়ার কাছে যেতে হবে। সে ফগের সাথে যোগাযোগ করলে শতভাগ কাজ হবে। লিয়াকে সভাকক্ষেই পাওয়া গেল। অনুমতি নিয়ে প্রবেশ করলো সে। লিয়া জিজ্ঞেস করলো, ‘কী খবর নিয়ে এসেছো?’
এদিক ওদিক তাকিয়ে ড্যাম বললো, ‘বিষয়টি জরুরি। আপনার পুরোনো শত্রু ফিরে এসেছে।’
ঝট করে উঠে দাঁড়ালো লিয়া, ‘অ্যান্ডি! কোথায় সে?’
‘শান্ত হোন মহামান্য রাণিমা। আমি ওকে দেখে এসেছি। অন্যান্য পিঁপড়েদের সংগঠিত করার চেষ্টা করছে সে। আমার মনে হয় খবরটা গোপন রেখে ফগকে পাঠানো উচিত।’
‘ফগ যাবে। সাথে সেনাবাহিনীর একটি টিমও যাবে।’
‘যত কম পিঁপড়া জানতে পারবে ততই ভালো আমাদের জন্য। পিঁপড়াদের মধ্যে অ্যান্ডির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। তাই গোপনে কাজ সারতে হবে। সে অন্যদের সংগঠিত করার আগেই ফগের মুখোমুখি করতে হবে।’
‘তাই হবে।’
লিয়া একটি চিঠি লিখে একজন দূতের সাথে ড্যামারকে পাঠালো ফগের কাছে। ফগ তখনও ঘাসের নিচে বিশ্রাম নিচ্ছিল। কাছাকাছি হলে শীতল দৃষ্টিতে তাকালো দলটার দিকে। ওর দিকে এগিয়ে গিয়ে লিয়ার দূত চিঠিটা ধরিয়ে দিলো।
চিঠি পড়ে ক্রুদ্ধ হয়ে উঠলো ফগ। ড্যামকে বললো পথ দেখিয়ে নিতে। কাজ হয়েছে! ড্যামের সাথে আসা পিঁপড়া দুটো ফোঁস করে চেপে রাখা নিঃশ্বাস ছাড়লো। ড্যাম কথা রেখেছে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক আছে।
মেগার দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এবার সে অ্যান্ডির কাছে খবর পাঠানোর জন্য দৌড়াতে শুরু করলো।
ড্যাম ফগকে পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলো। ফগ অনেক দূর পিছিয়ে পড়লো। আবার দুইটা লাফ দিয়ে বিশ্রাম নিলো। ড্যামরা এগিয়ে গেলে আবার দুই লাফে তাদের সাথে দূরত্ব কমালো। ঘন গাছপালার মধ্য থেকে ফাঁকা মাঠে বেরিয়ে আসার পর আর লাফ দিলো না ফগ। শুয়ে-হেঁটে এগুতে লাগলো। আকাশে উড়ছে বাজপাখি। তাই এই সাবধানতা। এভাবে ওরা পৌঁছে গেল সোয়াম্প হোয়াইট ওক গাছের নিচে। অ্যান্ডি আগেই খবর পেয়েছিল। সেভাবেই প্রস্তুত ছিল ওরা। জালের অন্যপাশে গাছের ডাল দিয়ে মঞ্চ বানানো হয়েছে। মঞ্চে উঠে বসেছে অ্যান্ডি। সবাই স্লোগান দিচ্ছেÑ
- অ্যান্ডি জিন্দাবাদ!
- কলোনি মুক্তি পাক!
- ফগ নিপাত যাক!
স্লোগান শুনে ফগের রক্ত মাথায় চড়ে গেল। ফুলে ফুটবলের মতো হয়ে গেল সে। কিন্তু সমস্যা দেখা গেল মঞ্চের আগে চিকন পানির নালা। ওটা পেরিয়ে যেতে হবে। মাকড়সাগুলোকে দেখা যাচ্ছে না। কোথাও গা ঢাকা দিয়েছে। ওপাশ থেকে ক্রমাগত অ্যান্ডির সমর্থকরা স্লোগান দিচ্ছে। আর সহ্য করা যায় না। ভালোভাবে রেডি হয়ে ফগ অ্যান্ডির মঞ্চ তাক করে লাফ দিলো। ড্রাইভ দিয়ে পাশে সরে গেল অ্যান্ডি। ধরতে পারলো না ফগ। আটকে গেল শক্তিশালী জালে। অষ্টেপৃষ্টে জড়িয়ে গেল সে। নড়াচড়া করতেই আরো জড়িয়ে গেল। এবার বেরিয়ে এলো রিসেল ও তার সহযোগী দুজন মাকড়সা। দ্রুত তারা শেকড়ে বাঁধা জালের সুতোগুলো কেটে দিলো। ব্যাস! স্থিতিস্থ্পক বৈশিষ্ট্য সম্পন্ন লম্বা সুতোগুলো আগের অবস্থানে ফিরে গেল। গাছের ডালে দশফুট ওপরে শূন্যে ঝুলতে লাগলো জাল ও আটকে পড়া ফগ। তার নড়াচড়া আরো বিপদ ডেকে আনলো। অবিশ্বাস্য দ্রুত গতিতে একটি বাজপাখি এসে ছোঁ মেরে ফগকে নিয়ে গেল দৃষ্টির আড়ালে। ফগের আর্তচিৎকারও বাতাসে মিলিয়ে গেল। থ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলো ওরা। অবিশ্বাস্য কাণ্ড ওদের চোখের সামনেই ঘটে গেল।
আল্লাহর শুকরিয়া আদায় করলো ওরা। রিসেল তার দুই সহকারীকে নিয়ে ফিরে গেল। অ্যান্ডি তাকে কথা দিলো, সারাজীবন ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। (চলবে)