অনুবাদ: মীম মিজান

মির্জা লাল মুহাম্মদ ‘আজিজ’ ছিলেন আফগানিস্তানের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। যিনি একাধারে খ্যাতিমান চিকিৎসাবিদ, কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিত। তিনি কাবুলে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসাবিদ্যার জ্ঞান পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে লাভ করেন। অসাধারণ মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি চিকিৎসাশাস্ত্রে গভীর দক্ষতা অর্জন করেন এবং তাঁর সুনাম দ্রুত সাধারণ মানুষ থেকে রাজপরিবার পর্যন্ত বিস্তৃত হয়। তৈমুর শাহের শাসনামলে তিনি ‘আবদুশ্শাফি খান’ উপাধিতে ভূষিত হয়ে রাজপরিবারের প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তাঁর বংশধররাও সাদোজাই ও মুহাম্মদজাই শাসনামলে দীর্ঘদিন রাজপরিবারের চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন। চিকিৎসাবিদ্যার পাশাপাশি আজিজ ফারসি সাহিত্য ও কবিতায় অসাধারণ অবদান রাখেন। তিনি তাঁর যুগের অন্যতম শীর্ষ কবি হিসেবে স্বীকৃত ছিলেন এবং মিরহতক খান ‘আফগান’ ও মির্জা কলন্দরের সঙ্গে গভীর সাহিত্যিক বন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের মধ্যে নিয়মিত পত্রালাপ হতো, যা সাহিত্যিক মূল্যেও সমৃদ্ধ। আজিজের কবিতায় বিচ্ছেদ, মানবিক বেদনা, জীবনবোধ ও আধ্যাত্মিক উপলব্ধির গভীর প্রতিফলন দেখা যায়। তাঁর নিওক্ল্যাসিক গজলগুলোতে পঙক্তি মিলে একই শব্দ বারংবার ব্যবহারের রীতি তাঁকে অন্যান্য কবিদের থেকে স্বাতন্ত্র্য ও অসাধারণত্ব দিয়েছে। তাঁর সংরক্ষিত দিওয়ানে গজল, কাসিদা, রুবাই, তরজিয়া ও ঐতিহাসিক কবিতাসহ প্রায় ছয় হাজারেরও বেশি পঙক্তি রয়েছে, যা তাঁকে ফারসি সাহিত্যের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পূর্ণ শীর্ষক গজলটি আজিজের লাবরিজ নামক ফারসি কবিতার তর্জমা।

পূর্ণ

আমার শোকের মদিরা-পাত্রে সুরা কানায় কানায় পূর্ণ

আকাক্সক্ষার অশ্রু-জলে আঁখির আয়না কানায় কানায় পূর্ণ।

দুনিয়াদারদের ভিড়ে ভণ্ডামি আর কপটতা ছাড়া কিছুই নেই

অথচ এই বাগান প্রিয়তমার সুবাসে কানায় কানায় পূর্ণ

অসীম শূন্যতাও তাঁর রূপের প্রভায় আজ আলোকিত

এই নূরের বন্যায় সারা দুনিয়ার বিস্তার কানায় কানায় পূর্ণ।

কোথায় সে সুরা? কোথায় সেই নেশা? যন্ত্রণার এই আসরে

আমার হৃদয় শুধু কাচের পাত্রের সেই শব্দের ঝঙ্কারে কানায় কানায় পূর্ণ।

নিজের আমিত্ব ত্যাগ করো, যদি তাঁর রূপের ঝলক পেতে চাও

কেননা, এই ঘর তো ‘আমি আর তুমি’র দ্বন্দ্বে কানায় কানায় পূর্ণ।

প্রেমের পথে হাঁটতে গিয়ে আমার চোখের শত্রু হয়ে বিঁধেছে কাঁটা

সেই ব্যথার ফোসকায় আজ আমার পায়ের তলদেশ কানায় কানায় পূর্ণ

ফুল তো তুচ্ছ, কেবল স্বর্ণমুদ্রা দিয়ে তোমায় কেনা যায় না

মহামূল্যবান মুক্তোর রত্নে সাগরের আঁচল কানায় কানায় পূর্ণ

বাগানে এই ‘আজিজ’ বুলবুলের মত্ততা মোটেই বৃথা নয়

দেখো, লাল সুরা আর রঙের ছটায় ফুলের পেয়ালা কানায় কানায় পূর্ণ।