সাহিত্য ও সংস্কৃতি
দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল
জুলাই বিপ্লবের চেতনাকে জাগরুক রাখতে কবি শিল্পী-সাহিত্যিকদের ভূমিকা রাখতে হবে
জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও দেশের মানুষ আরেকবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতির বুকে চেপে থাকা স্বৈরশাসকের বিদায় হয়েছে। এ বিপ্লবের চেতনাকে জাগরুক রাখতে কবি, শিল্পী, সাহিত্যিকদের অনন্য ভূমিকা রাখতে হবে। তাহলেই হাজারো মানুষের রক্তে ভেজা এ বিপ্লব মূল্যায়িত হবে।
Printed Edition

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও দেশের মানুষ আরেকবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতির বুকে চেপে থাকা স্বৈরশাসকের বিদায় হয়েছে। এ বিপ্লবের চেতনাকে জাগরুক রাখতে কবি, শিল্পী, সাহিত্যিকদের অনন্য ভূমিকা রাখতে হবে। তাহলেই হাজারো মানুষের রক্তে ভেজা এ বিপ্লব মূল্যায়িত হবে।
জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ কবি, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের সম্মানে আয়োজিক ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
গতকাল সোমবার, বিকাল ৪টায় ঢাকার বিজয়নগরস্থ হোটেল অরনেট জিনিয়া হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক আবুল আসাদ।
দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী আব্দুল আলিম আশিকের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাজহারুল হান্নান, গীতিকার ডা. মোর্শেদ আলী, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান ও বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, কবি শরীফ আবদুল গোফরান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, কবি জাকির আবু জাফর, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, নাট্যকার মাহবুব মুকুল প্রমুখ। এছাড়াও দেশবরেণ্য বহু কবি-সাহিত্যক-লেখক-সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন শিল্পী ওবায়েদুল্লাহ তারেক, শিল্পী শফিক আদনান। দলীয় রমাদান সঙ্গীত পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।