পরিচয়ের আলোচনা সভা ও কবিতা পাঠ

নব্বই দশকের অন্যতম কবি মহিবুর রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করে ফিরে গিয়েছেন জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায়। কলেজের অধ্যাপনা, সাহিত্যচর্চা এবং লোক গবেষণায় নিজেকে পুরোপুরি নিমগ্ন রেখেছিলেন তিনি। ‘অতিরিক্ত চোখ’, ‘হে অন্ধ তামস’, ‘অনাবাদি কবিতা’, ‘দুঃখগুলো অনাদির বীজপত্র’, ‘সবুজ শ্যামল মন’, ‘শিমুল রোদে রঙিন দিন’, ‘হৃদয়ে আমার কোন মন্দা নেই’ তাঁর অনন্য কাব্যগ্রন্থ। ‘হাওর বাংলা’ এবং ‘ভাটি বাংলার লোকভাষা ও লোকসাহিত্য’ গবেষণা করে তিনি সুনাম কুড়িয়েছেন। এশিয়াটিক সোসাইটি এবং বাংলা একাডেমির লোক-সংস্কৃতি বিষয়ক গবেষণায় সম্পৃক্ত ছিলেন। সততা, নিষ্ঠা এবং আদর্শের সাথে তিনি আপস করেননি। সৃজনশীল এবং মননশীল সাহিত্যকর্মে তাঁর মতো একজন মেধাবী মানুষকে হারিয়ে বাংলাদেশ একটি অমিত সম্ভাবনাকে হারালো। কবি মহিবুর রহিম স্মরণে ২৬ জুলাই শনিবার পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহী আয়োজিত ২৩৯তম মাসিক সাহিত্য আসরে বক্তাগণ এসব কথা বলেন।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব্বইয়ের অন্যতম কবি সায়ীদ আবুবকর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচয়ের অন্যতম সহ-সভাপতি কথাসাহিত্যিক মাতিউর রাহমান, সাধারণ সম্পাদক কবি গবেষক ড. সায়ীদ ওয়াকিল, প্রশিক্ষক ও গবেষণা সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কথাসাহিত্যিক মঈন শেখ, কবি ও প্রাবন্ধিক ড. মঞ্জিলা শরীফ প্রমুখ।

কবি আবদুর রাজ্জাক রিপনের উপস্থাপনায় সাহিত্যসভায় কবিকণ্ঠে কবিতা পাঠে অংশ নেন কবি এরফান আলী এনাফ, কবি ও অনির্বাণ সম্পাদক জামাল দ্বীন সুমন, কবি অভী মন্ডল, খুলনা বেতারের নাট্যকার সিরাজুল ইসলাম, কবি সরদার মুক্তার আলী, কবি কামাল উদ্দিন, দেওয়ান রাশেদ প্রমুখ।

-শিহাব রাজন