সাহিত্য ও সংস্কৃতি
কবি আল মাহমুদ-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কবি আল মাহমুদ স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) কবির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
কবি আল মাহমুদ স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) কবির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আমির হোসেনের সঞ্চালনায় কবি আল মাহমুদ সৃতি সংসদের সভাপতি কাজি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া গভ মডেল গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক জনাব গিয়াস উদ্দিন মৃধা, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি জনাব মোবারক হোসেন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির চতুর্থ ছেলে মীর মোহাম্মদ মনির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গোলাম কাদের সিদ্দিকী, প্রভাষক খন্দকার গোলাম হাক্কানী, সংসদের সেক্রেটারি মীর মোহাম্মদ আকরাম সহ প্রমুখ।