ড. মুহাম্মদ আবদুল মা’বুদ ও কবি সাজজাদ হোসাইন খান জাতীয় পর্যায়ে সিরাতুন্নবী সা. রৌপ্য পদক ১৪৪৭ হিজরি/২০২৫ ঈসায়ীতে ভূষিত। কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ তার নিয়মিত কার্যক্রমের আওতায় সিরাত সাহিত্যে (আসহাবে রাসুলের জীবন কথা ) ব্যাপক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, বহুগ্রন্থ প্রণেতা ড. মুহাম্মদ আবদুল মা’বুদ ও সত্তর দশকের কবি বিশিষ্ট ছড়াকার, বহু গ্রন্থ প্রণেতা দৈনিক সংগ্রামের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাজজাদ হোসাইন খানকে সিরাতুন্নবী সা. রৌপ্য পদক ১৪৪৭ হিজরি/২০২৫ এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। খুব দ্রুতই এ রৌপ্য পদক ও সনদ হস্তান্তর করা হবে।
-মোহাম্মদ আশরাফুল ইসলাম