৭ নভেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হলো প্রিয় প্রকাশ সাহিত্য-সাস্কৃতিক একাডেমি আয়োজিত প্রতিষ্ঠানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে তিনজন স্বনামধন্য লেখককে সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন, কিংবদন্তী ছড়াকার আবু সালেহ, কবি, কথাসাহিত্যিক সোলাযমান আহসান, কবি, সাংবাদিক, দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক,সৌরভ জাহাঙ্গীর।

শ্রেষ্ঠ বই সম্মাননা দেওয়া হয় ১৫ জন কবি, কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিককে।

তাঁরা হলেন, কবি জাকির আবু জাফর, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রফেসর আমির হোসেন, কথাসাহিত্যিক আমির হোসেন, আকছাদুর রহমান, নাজনীন তৌহিদ, মুজিব আকন্দ, আবদুল হান্নান, ড:এহছানুল মালিকী, খোরশেদ আলম, কানিজ ফাতেমা খুশি, নাসরীন খান, নাজমুল আহসান মুছলিমী, মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি:আবু সালেহ, বিশেষ অতিথি: সোলায়মান আহসান

সৌরভ জাহাঙ্গীর এবং জাকির আবু জাফর। সভাপতি ছিলেন, কবি,শিশুসাহিত্যিক, ছন্দগবেষক, সংগঠনের সভাপতি আতিক রহমান।

আলোচক ছিলেন, প্রফেসর আমির হোসেন, নাসরীন খান। অনুষ্ঠানে সবাই স্বরচিত ছড়া-কবিতা পাঠ করেন।