মানবতার কবি ফররুখ আহমদ। অপসংস্কৃতির বিরুদ্ধে এক অনবদ্য সংগ্রামী কবিপুরুষ তিনি। তার কবিতা, নাটক, গীতিকবিতা, ছড়া প্রভৃতির পরতে পরতে বাংলাদেশের ঋতুবৈচিত্র্যসহ দেশপ্রেমের এক অনন্য চিত্রকল্প উঠে এসেছে। পেছনে পড়ে থাকা জীর্ণতা এবং অপসংস্কৃতির দুর্গন্ধ মাড়িয়ে তিনি সাগরের মতো উদার এবং পাহাড়ের মতো মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখান। তাই কবি ফররুখ আহমদকে আমরা যতো বেশি চর্চা করবো আমাদের চলার পথ ততোবেশি পরিচ্ছন্ন হবে। গত ২৫ অক্টোবর ২০২৫ শনিবার পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর আয়োজনে পরিচয় প্রাঙ্গণ তালাইমারীতে অনুষ্ঠিত কবি ফররুখ আহমদ স্মরণ ও ২৪১তম মাসিক সাহিত্য আসরে বক্তাগণ এসব কথা বলেন।
পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি গবেষক ও সম্পাদক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদ। আলোচনা রাখেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট রাজশাহীর পরিচালক প্রফেসর ড. মতিউর রহমান, কবি অভী মন্ডল প্রমুখ।
কবি আব্দুর রাজ্জাক রিপনের সঞ্চালনায় অন্ষ্ঠুানে স্বরচিত কবিতা পাঠে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন কবি এরফান আলী এনাফ, কবি ড. মঞ্জিলা শরীফ, কবি সোহেল করিম দিপু, কবি সরদার মুক্তার আলী, কবি সেলিম আল সাঈদ, কবি শেখ তৈমুর আলম, কবি আমজাদ হোসেন, কবি সুফিয়া ডেইজি, কবি সুমাইয়া জামান, কবি রাকিবা রাখি, কবি হাসান আবাবিল, কবি আহমাদুল হক, কবি জায়িদ হাসান জোহা, ইমরান লস্কর, কবি রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে চা আড্ডা ও ব্যক্তিগত আলাপচারিতায় মেতে ওঠেন কবিবৃন্দ।
-রাজন