সাম্প্রতিক সমাজের হৃদয়ে বড় একটি ক্ষতর নাম আছিয়া। যৌন নির্যাতনের শিকার হয়ে ৮ বছর বয়সী মাগুরাযর এই শিশুর মৃত্যু নাড়িয়ে দিয়েছে জাতির বিবেক। সেই আছিয়াকে নিয়ে গাইলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

‘মাগুরার ফুল’ শিরোনামের সেই গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানের কথায় বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন একঝাঁক তরুণ শিল্পী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আছিয়ার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হয়ে ‘মাগুরার ফুল’ গানটি লিখেন ও সুরারোপ করেন মাহবুবুল খালিদ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা।

“মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই/ ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই”- এমন কথামালায় গানটি শুরু হয়েছে। মাগুরার সেই শিশু আছিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানান খালিদ।

সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিংসহ অডিও’র সব কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। গানটির সংগীতাযোজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। বর্তমানে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে, এটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী। গানে মূল শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

গানটি খুব শিগগিরই মাহবুবুল খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) এ প্রকাশিত হবে। একই সঙ্গে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেইজসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হবে।