কিশোরগঞ্জের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘কালো’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সদ্য প্রয়াত কবি ও সাংবাদিক রেজাউর রহমানের স্মরণে ‘স্মরণ সভা’ ।
রোববার (১৫ জুন) বেলা এগারোটায় ‘রিমেম্বারিং রেজা রহমান’ শিরোনামে সভাটি অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনের হলরুমে।
উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে রেজাউর রহমানকে স্মরণ করে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিগণ। কবির স্মৃতিচারণ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, রেজাউর রহমান কেবল একজন কবি বা সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন দক্ষ সংগঠক। তার থেকে অনেক তরুণ লেখক অনুপ্রেরণা পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কালো’র প্রকাশক সাংবাদিক শাহ মুহাম্মদ মোশাহিদ। পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির আরেক প্রকাশক দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ আল আমিন।
বক্তারা তাদের স্মৃতিচারণে রেজাউর রহমানের সাহিত্য, সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তার রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করেন শোলাকিয়া ঈদগাহের ইমামও কিশোরগঞ্জ বড়বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ।
সভায় রেজাউর রহমানকে স্মরণ করেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামছুল আলম সেলিম, কবির বন্ধু শাহ মো. ওবায়েদ উল্লাহ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
কবির পরিবার থেকে স্মৃতি তুলে ধরেন তার দুই ভাই মুহিবুবুর রহমান লিংকন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান রাসেল, কবির ছেলে জায়সী মুহম্মদ নাভীদ, এবং মেয়ের জামাই সৈয়দ শাফী আসজাদ।
অনুষ্ঠানে সাংবাদিক ও সাহিত্যিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, এখন টিভির প্রতিনিধি মশিউর রহমান কায়েস, ডিবিসি নিউজের প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, চ্যানেল আই ও বাসস প্রতিনিধি এসকে রাসেল, কালবেলা প্রতিনিধি শরফউদ্দিন আহম্মদ জীবন, লেখক ইসমাইল হোসাইন মুফিজী, লেখক সাদেক আহম্মদ, আব্দুল্লাহ আল মহসিন, শফিক নোমানী প্রমুখ।
উল্লেখ্য গত ৯ জুন কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় নিজের বাসায় রেজাউর রহমান মৃত্যু বরণ করেন। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যু সংবাদে জেলার সাহিত্য ও সাংবাদিক মহলে শোক নেমে আসে।
সত্তরের দশক থেকে সাহিত্য ও সাংবাদিকতায় সক্রিয় রেজাউর রহমান ছিলেন বহু সংকলন ও পত্রিকার সম্পাদক। তিনি 'সুধাকর' নামে একটি সাহিত্য সংগঠন গড়ে তুলেন। ১৯৭৩ সালে ওই সংগঠন থেকে ভাষা শহীদদের স্মরণে প্রথম ‘রক্তের স্বরলিপি’ নামে সংকলন সম্পাদনা করেন। এরপর সাপ্তাহিক বাংলার দর্পন, দৈনিক জাহান, সাহিত্য মাসিক চন্দ্রাকাশ, অঙ্গীকার ডাইজেস্ট, সাপ্তাহিক মাটির বাংলা ও ইসতিকলাল, সাহিত্য পত্রিকা উত্তরকাল সম্পাদনা করেন। টানা সাত বছর তিনি কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ছিলেন। সংগঠনটি কিশোরগঞ্জের প্রধান সাহিত্য সংগঠন হিসেবে পরিচিত। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত শিশুতোষ পত্রিকা সবুজ পাতায় সত্তরের দশক থেকে তিনি সহজ ভাষায় কুরআন ও হাদিসের অনুবাদ লিখে গেছেন। জনাব রেজাউর রহমান রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকায় স্টাফ হিসেবে দীর্ঘদিন চাকরি করেন। পরবর্তীতে দৈনিক সংগ্রামের চাকুরী ছেড়ে পুনরায় তিনি কিশোরগঞ্জ শহরে চলে আসেন।