২৭ জুন ২০২৫ শুক্রবার। সাহিত্য একাডেমি চাঁদপুর এর মাসিক সাহিত্য সভা। একাডেমি সহ সভাপতি কবি ও প্রাবন্ধিক আবদুল্লাহিল কাফির সভাপতিত্বে এবং পরিচালক কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় প্রখ্যাত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পর্কে আলোচনার জন্যে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি জলছবি সম্পাদক জামসেদ ওয়াজেদ। অন্যতম আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলা সাহিত্যের পথিকৃৎ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক ও মাসিক বাংলা আওয়াজ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক কবি ও কথাসাহিত্যিক কাদের পলাশ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমি পরিচালক কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, অন্যতম পরিচালক কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান, কবি ও সংগঠক নুরুন্নাহার মুন্নী প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান এর টেংরা মাছ কবিতা উপস্থাপন প্রশংসিত হয়। পরে অতিথিগণ সভার তিনজন সেরা আড্ডারুর মাঝে পুরস্কার বিতরণ করেন। দুজন আমন্ত্রিত অতিথিকেও বই উপহার দেওয়া হয়।
-গাজী গিয়াস উদ্দিন