সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা সাহিত্য একাডেমি, ও বাংলাদেশ কবি-লেখক ফোরাম গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গত ২ মে শুক্রবার বিকেল ৩ টায় বিশেষ সাহিত্য আসর “ কাব্যচর্চা” অনুষ্ঠিত। গাইবান্ধা জেলা প্রেসক্লাব, গাইবান্ধা মিলনায়তনে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কবি আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুর, সহসভাপতি নাজিরা পারভীন টপি, গাইবান্ধা জেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , কবি আব্দুল হাদী, এ্যাড খায়রুল আলম আবু, কবিতা, ছড়া পাঠ ও গানে যথাক্রমে অংশ নেন কবি ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী,নাজিরা পারভীন, আহসানুল হাবিব মন্ডল, আব্দুল কাদের , নাসরিন নাজ, কুশল রায়,আমিনুল ইসলাম, মামুনুর রশিদ মণ্ডল, কাসেম ইয়াসবীর, ডাঃ মোঃ ইকবাল হোসেন, ফিরোজ কবির, রাসেল আহাম্মেদ, আব্দুল হাদী, মোখলেছুর রহমান, হাদিউর রহমান, মোকছেদ আলী, আনোয়ার হোসেন, কায়সার হাবীব, সুফিয়া সিদ্দিকা, আসমাউল হুছনা, কুলসুমা আক্তার তিন্নি, জান্নাতুল ফেরদৌসী খান, এমদাদুল হক খান, হুজবান হাবীব লুব্ধক, আদনান কবির, এরশাদুল আলম, মোঃ জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি আহসানুল হাবিব মন্ডল।
সাহিত্য আসরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক ক্যালেন্ডার, গত বার্ষিক আয়োজনের সম্মাননা সনদ, সার্টিফিকেট প্রদান করা হয়।
- আবু নাসের সিদ্দিক তুহিন