৮ নভেম্বর ২০২৫ শিল্প সাহিত্যের কাগজ মাসিক ডাকটিকিট এর আয়োজনে ইনকিলাব কালচারাল ইনকিলাব কালচারাল সেন্টার এ ডাকটিকিট এর ৫১ তম সাহিত্য আড্ডা হয়। বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ যোগদান করেন। উপস্থিতদের মধ্যে ছিলে- কবি মুর্শিদ উল আলম, কবি ও ডাকটিকিট এর প্রধান সম্পাদক মুন্সী বোরহান মাহমুদ, কবি তাজ ইসলাম, কবি ও গল্পকার তাহসান কবির, গল্পকার ও কবি রহমান মাজিদ, কবি সায়ীদ উসমান, কবি মেসবাহ উল আলম, কবি ফাহিম ফারুকী, কবি ও দার্শনিক সাব্বির, কবি শিহাব শাহাবুদ্দিন, কবি মো. আলী আশরাফ খান, ছড়াকার মো. বাবুল খন্দকার, গল্পকার আরজুমান্দ মুশতারী, মো. ওয়ালীউল্লাহ, মুনীরুল ইসলাম, তাহমীনা বিনতে নূর, তাহসান কবির, ওয়াহিদ আল হাসান, মেজবাহ উদ্দিন ও নোমান সাদিক।

আড্ডায় কবিতা, গল্প পাঠ করা হয় এবং বই আলোচনাও হয়।

মুক্ত আলোচনা ছাড়াও পঠিত লেখার উপর সমৃদ্ধ আলোচনা করেন প্রধান আলোচক কবি রহমান মাজিদ। আড্ডায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি নোমান সাদিক। জমজমাট এই আড্ডায় উঠে আসে বাংলাদেশের সাহিত্যচর্চার বর্তমান হালচাল এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ করণীয়। সমকালীন সাহিত্য নিয়ে বিভিন্ন মত বিনিময় হয়। পঠিত কবিতা ও গল্পে উঠে আসে ২৪ এর বিপ্লব ও আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। এছাড়াও কবি সাহিত্যিকদের হাতে শোভা পায় মাসিক ডাকটিকিট জুলাই বিপ্লব সংখ্যা।

-আবদুল্লাহ