ওমর বিশ্বাস
আসিফ এখন সরাসরি তাদের নেটওয়ার্কে যুক্ত। সে চেষ্টা করছে তার বন্ধুদের সাথে যুক্ত হতে। সে দ্রুত কতকিছু করার চেষ্টা করছে। সে বারবার ঘেমে যাচ্ছে। এরমধ্যে ওপাশ থেকে কারোর কণ্ঠ সে শুনতে পেলো। কেউ হ্যালো, হ্যালো, হ্যালো... করেই যাচ্ছে।
আসিফ শুনছিল ঠিকই। তবে তার মন ছিল বন্ধুদের দিকে। তার মন বলছে, তার বন্ধুরাও এই মুহূর্তে তার সাথে যুক্ত হতে পেরেছে। তার মনটা এরকম আশার বাণী শোনার মতো ধকধক করছে। হঠাৎ যেন তার হুশ হলো, কে যেন কথা বলছে তার সাথে।
হ্যালো, হ্যালো, মিস্টার আসিফ...
হ্যালো, আপনে মিস্টার আসিফ...
আসিফ নড়েচড়ে বসে ঠিকই কিন্তু স্থির রাখতে পারছে না নিজেকে। সে এখন সরাসরি তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে কথা বলবে। সে ঠিক করে প্রথমেই তাদের কাবু করে দিতে হবে। এদের উদ্দেশ্য কোনো লক্ষণেই ভালো পাওয়া যায়নি।
হ্যাঁ, আসিফ বলছি...
আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওপাশ থেকে বলল।
ধন্যবাদ।
আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান শুনে খুশি হলাম।
ধন্যবাদ।
একথা শুনে আসিফ উপরে উপরে ধন্যবাদ দিলেও তার শরীরের রক্ত চলাচল বেড়ে যায়। এবার সে নিশ্চিত তার পাঠানো ভয়েস তারা রিসিভ করেছে। ওদের কাছ থেকে এই কথাটা শোনা জরুরি ছিল যে তারা ওর কথা শুনেছে। তাহলে এই টুকটাক জিনিস দিয়েই তাদের কাবু করা সম্ভব।
আপনার সাথে আমাদের কথা আছে।
বলুন। কি কথা।
আপনার সাথে আমরা বসতে চাই।
কেন? আসিফ সংক্ষেপে উত্তর দেয়।
সাক্ষাতে হবে।
আসিফের কাছে তাদের কথাবার্তার ঢং ভালো লাগে না। সে এখনো কাঁপছে। শরীর ভিজে গেছে তার।
আপনে যদি ভিনগ্রহের থেকে এসে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইলে শুভেচ্ছা।
বন্ধুত্ব করতে না পারা যায় তাহলে আপনার জন্য রইল অবজ্ঞা। আপনাদের সবার জন্য। আসিফ কথাটা বলে ফেলে। আসিফের কণ্ঠ ভেসে আসলো উপগ্রহের ভিতর। তাদের বিশাল একটা পর্দায় এর অনুবাদ ইংরেজিতে উঠছে। আসিফের কথাগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যায়। বাংলা শব্দগুলোকে একে একে ইংরেজিতে পরিবর্তন করে দিচ্ছে। শেষে এসে অনুবাদ হলো অবজ্ঞা শব্দের। সাথে সাথে ভেসে উঠল ইংরেজি শব্দ ‘পোহ’।
শব্দটা দেখে এলিয়েনরা তো ভীষণ অবাক!
পোহ মানে তারা ভালো করেই জানে। স্পষ্ট দেখা যাচ্ছে শব্দটা। হ্যাঁ, ‘পোহ’ই লিখেছে।
তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল আসিফের সাথে কী কথা হয় শোনার জন্য। আসিফের মনোভাব বোঝার জন্য আজকে তাদের প্রথম প্রচেষ্টা। এটা ছিল তাদের একটা টোপ।
আসিফ বন্ধুত্বের বিষয়টি আবার জানতে চায়। আসিফের কথার জবাব ইয়েস নো হওয়াতে তারা আমতা আমতা করতে থাকে।
এতক্ষণে সবার ঘাম ছোটা শুরু হয়েছে। তারা একে তো একজন মানবসন্তানের কাছে ধরা খেয়েছে, তার উপর তাদেরকে ‘পোহ’ জানাচ্ছে। বলছে উপহার স্বরূপ।
এলিয়েনরা থ হয়ে যায়!
এক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়! (চলবে)