বই
এ সো জা নি
অভিধান পাঠ
আজ শুরু করি একটি পরিচিত শব্দ দিয়ে। ঠেঙ্গে/ঠেঙে। খুবই কমন শব্দ। ঠ্যাং মানে পা সবাই জানি। কাকের ঠ্যাং বকের ঠ্যাং শব্দ পাওয়া যায় ছড়ায়।
Printed Edition

চঞ্চল শিহাব
আজ শুরু করি একটি পরিচিত শব্দ দিয়ে। ঠেঙ্গে/ঠেঙে। খুবই কমন শব্দ। ঠ্যাং মানে পা সবাই জানি। কাকের ঠ্যাং বকের ঠ্যাং শব্দ পাওয়া যায় ছড়ায়। কিন্তু ঠেঙ্গে অর্থ কী? পায়ে মনে করলে ভুল করবে। এর অর্থ কাছে. নিকটে, হতে। ঠিলা মানে কলসি সবাই জানি। আল মাহমুদ কবিতায় লিখেছিলেন- ঠিল্লাভরা পানি। তার কবিতায় অনেক গ্রামীণ শব্দ পাওয়া যায়। ঠিলা মানে কলসি ঠিক আছে, কিন্তু ঠিলি/ ঠিলী? এর অর্থ ছোট কলসি। দেখে নাও সংক্ষিপ্ত বাংলা অভিধান বা/এ, পৃষ্ঠা ২৪৩ ।
ডোকলা শুনতে যা-ই মনে আসুক এর অর্থ ১. বাজে খরচ করে যে, অপব্যয়ী। ২. লক্ষীছাড়া, হতচ্ছাড়া। ৩, পেটুক। দোকলা হচ্ছে একলার বিপরীত, দুই জন। একলা না চলে দোকলা চলা ভালো। বিশেষ করে রাতের বেলা। ডোকলা হওয়া মোটেই ঠিক নয়। বাজে খরচ করা ভালো না, হতচ্ছাড়া হওয়া ও পেটুক হওয়া ভালো নয়।
পর্যঙ্ক শুনতে কি মনে হচ্ছে? পর্যন্তর কাছাকাছি কোনো শব্দ? মোটেই না। এর অর্থ ১.পালঙ্ক। বহু মূল্যের খাট ২. নদীর অববাহিকা বা বেসিন। দেখ কোন কোন শব্দের একাধিক অর্থ আছে। এমনও হয় একটার সাথে আরেকটার কোনো মিল নেই। সেখানে বাক্য দেখে অর্থ বুঝে নিতে হবে।
আবার একটা শব্দের সাথে লেজ যুক্ত হয়ে অনেক শব্দ তৈরি হয়। মরু অর্থ সবাই জানো। মরু হচ্ছে পানি, উদ্ভিদ ও জীবশূন্য স্থান। পানি ও বৃক্ষ লতাহীন সুবিশাল প্রান্তর। মরুজাহাজ হচ্ছে উট। মরুভূমির জাহাজ। মরুঝড় হচ্ছে মরুভূমির ঝড়। সাইমুুম। মরুদ্বীপ হচ্ছে মরভূমির বুকে পানিপূর্ণ স্থান। ওয়েসিস। কিন্তু মরুবক/মরূবক কি অর্থ বহন করে? এটা কিন্তু মরুভূমির বক নয়। মরুবক অর্থ হচ্ছে ১. মরু বা বালুকাময় স্থানে জাত ফলগাছ ২. ব্যাঘ্র। বোঝ এইবার! মরীচিকা পরিচিত শব্দ বটে। কিন্তু অনেকেই এই বানানে ভুল করে। সঠিক বানানটি মনে রাখার চেষ্টা করো। মরীচিকা অর্থ হচ্ছে মরুভূমিতে সূর্যের কিরণে পানি বলে ভ্রান্তি। মরুসম্ভব অর্থ হচ্ছে মরুভূমিতে জাত বা উৎপন্ন।