DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

বই

এ সো জা নি ----

অভিধান পাঠ

কেমন আছ সবাই? নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়ে কেমন লাগছে? আজও একটি কঠিন শব্দ দিয়ে শুরু করি অভিধান পাঠ। কলভ। শুনতে যা-ই মনে আসুক এর অর্থ ১. উট বা হাতির শাবক ২. ধুতুরা গাছ। হাতি সবাই দেখে থাকবে। চিড়িয়াখানায় বা সার্কাসে।

Printed Edition
dfgd

চঞ্চল শিহাব

কেমন আছ সবাই? নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়ে কেমন লাগছে? আজও একটি কঠিন শব্দ দিয়ে শুরু করি অভিধান পাঠ। কলভ। শুনতে যা-ই মনে আসুক এর অর্থ ১. উট বা হাতির শাবক ২. ধুতুরা গাছ। হাতি সবাই দেখে থাকবে। চিড়িয়াখানায় বা সার্কাসে। আর উটের দেখা পাওয়া একটু কঠিন। এটা মরু অঞ্চলের প্রাণী। তাই এর আরেক নাম মরুভূমির জাহাজ। বড় বড় দুই প্রাণীর শাবকের নাম হচ্ছে কলভ। আবার এর ভিন্ন অর্থ হচ্ছে ধুতুরা গাছ। অভিধানে অনেক শব্দেরই এ রকম একাধিক মানে থাকে। ব্যবহারের উপর নির্ভর করে অর্থ। কলমপেষা হচ্ছে লেখার কাজ, যিনি লেখালেখি করে আয় করেন। আর কলমচি? এর অর্থ কি হতে পারে? এর অর্থ শ্রুতি লেখক। শুনে শুনে যিনি লেখেন। কলধৌত শুনতে পানির কল ধুয়ে নেয়া মনে হতে পারে। কিন্তু না এর অর্থ কিন্তু ভিন্ন। এর তিনটি অর্থ ১. সোনা, ২.রূপা ৩. মধুর ধ্বনি। বোঝ অবস্থা। আগে থেকে ধরে নিলে কি ভুলটাই হয়ে যাবে?

ধূমকেতু তো সবাই চেন। কমেট যার ইংরেজি নাম। ধূমিকা মানে কি বলতে পারো? ভূমিকা না ধূমিকা। এর অর্থ হচ্ছে কুয়াশা, কুহেলিকা, নীহার। দেখে নাও অভিধান। (আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডিমি পৃষ্ঠা ৭০২) । ধূমাকার অর্থ ধোঁয়ার মতো ঝাপসা। ধূমল? এর অর্থ হালকা বেগুনি। এটাও ধোঁয়ার মতো রং কিন্তু একটু ভিন্নতা আছে।

বহ্নিশিখা মানে আগুনের শিখা। সবাই জানে এর অর্থ। কিন্তু বহ্নিসখ ? বা বহ্নিসখা? বহ্নি + সখা। এর অর্থ বায়ু। এখানে বিজ্ঞান আছে। বায়ু ছাড়া আগুন জ¦লতে পারে না। আগুন জ¦লতে বহ্নি লাগে। বহ্নির সহায়তা লাগে। কোথাও আগুন লাগলে সেখানকার অক্সিজেন পুড়ে যায়। ফলে দ্রুত আশপাশ থেকে বায়ু এসে তা পূরণ করে।

বাইল একটা গ্রামীণ শব্দ। এর মানে হচ্ছে ১. তাল, নারকেল ইত্যাদি শাখাহীন গাছের বোঁটাযুক্ত পাতা, বাগুড়া। ২. কপাটের এক দিকের পাল্লা। বাইল থেকে অনেক কিছু তৈরি হয়, যেমন শলার ঝাড়ু। বাইল কেটে লাকড়ি বা খড়ি বানানো হয়। তালগাছের ছোট বাইল থেকে তৈরি হয় তালপাখা। এই গরমের সময়ে তালপাখার বেশ কদর।

সামনে পয়লা বোশেখ। এই নববর্ষের উৎসবের সময় তালপাখার বিক্রি বেড়ে যায়। এটা হয়ে হয়ে ওঠে গ্রামীণ বাংলাদেশের একটি প্রতীক। অবশ্য এখন তালপাখার কদর কমে আসছে।

বলছিলাম কমেটের কথা। এই কমেট বা ধূমকেতুর একটি লেজ থাকে। সে কথা এখানেও আছে।

Comet noun.... plural noun: comets a celestial object consisting of a nucleus of ice and dust and, when near the sun, a ‘tail’ of gas and dust particles pointing away from the sun.

আজ এ পর্যন্তই।