চঞ্চল শিহাব

বর্ষার দিনগুলো ছোটদের জন্য বিভিন্ন অনুভূতির জন্ম দেয়। ঈদুল আজহা শেষে সবাই যখন পড়ার টেবিলমুখী তখন বৃষ্টির বাগড়া নিয়ে এসছে নতুন অভিজ্ঞতা। বর্ষার চিত্র সবখানে এক রকম নয়। গ্রামে এর একরকম চেহারা আর শহরে আরেক রকম। তবে ছোটরা বৃষ্টিকে বেশ উপভোগ করে। যদিও ¯ু‹লে পড়ালেখায় ছেদ পড়ে। ভিজে গিয়ে সব একাকার হয় জ্বর আসে অনেকের। তবে প্রকৃতিকে নিয়েই তো চলতে হবে।

আজ লেক দিয়ে শুরু করি অভিধান পাঠ। বর্ষাকালে লেকগুলো পানিতে ভরে যায়। আমরা লেক বলতে বুঝতে পারি জলাশয়ের কথা বলা হচ্ছে। ঢাকায় আছে ক্রিসেন্ট লেক, ধানমন্ডি লেক। লেক শব্দের অর্থ বৃহত্তর জলাশয়, সরোবর,হ্রদ। ইংরেজিকে লেইক/লেক এর আরেকটি অর্থ লাল রঙ। লেক শব্দটি বাংলা অভিধানেও স্থান করে নিয়েছে। দেখে নিতে পারো সংক্ষিপ্ত বাংলা অভিধান, বাংলা একাডেমি। ইংরেজি শব্দ lake /noun/ a large area of water surrounded by land. “boys were swimming in

the lake” plural proper noun: Lakes; plural noun: the Lakes — a pool of liquid.

লূতা, লূতিকা = অর্থ হচ্ছে মাকড়সার জাল। লেই শব্দটির কি অর্থ হতে পারে? লেই/ লাই হচ্ছে কাই, আঠাল মন্ড। ইংরেজিতে যাকে বলে পেস্ট। আমাদের টুথপেস্ট যেমন।paste noun a thick,

soft, moist substance typically produced by mixing dry ingredi-ents with a liquid.

ছাপাখানায়/বাঁধাইখানায় লেইয়ের ব্যবহার আছে। লিপ্যন্তর কোন ব্যকরণের শব্দ নয়। এর অর্থ এক ভাষার বর্ণ অন্য ভাষার বর্ণে লেখা। লিপি+অন্তর। প্রতিবর্ণীকরণ। বৈরাতি শুনলে বৈরাগি জাতীয় কিছু মনে হতে পারে। কিন্তু না, এর অর্থ বরযাত্রী। বিয়ের সময় যারা সঙ্গে যায়। রাতা মানে মোরগ বুঝি আমরা। গ্রামে রাতা শব্দের ব্যবহার আছে।

রাতা অর্থ কিন্তু লাল রঙ। আবার মাথায় লাল ফুলবিশিষ্ট মোরগও রাতা। দেখে নাও অভিধান। (পৃ ৪৯৫, সংক্ষিপ্ত বাংলা অভিধান, বাংলা একাডেমি)। আর রাতারাতি? এর অর্থ রাত থাকতে, অল্প সময় বা অল্প দিনের মধ্যেই। রাতারাতি পরিবর্তন সম্ভব নয় মানে হচ্ছে অল্প কয়েক দিনে হবে না পরিবর্তন।

বউনি মানে কি? বউ নাকি এমন প্রশ্ন কি? উত্তর হচ্ছে, না।

শব্দটি নানা অর্থে ব্যবহার হয়। ১. দিনের প্রথম বিক্রয় ২. অগ্রিম প্রাপ্তি ৩। বহন করার মজুরি। দোকানে বউনি করা মানে প্রথম বিক্রি করা। আজ এ পর্যন্তই।