চঞ্চল শিহাব
সহজ শব্দ ও কঠিন শব্দ বলে দুটি কথা আছে। সহজ শব্দগুলোর মানে আমরা জানি। ফলে সংলাপে বা কথা বলার সময় বুঝতে পারি। কঠিন শব্দ হলে অভিধানের সাহায্য নিতে হয়। গত সংখ্যায় সহজ শব্দ দিয়ে শুরু করেছিলাম। দেখেছি সহজ শব্দেরও ভিন্ন ভিন্ন মানে আছে। আনকা শব্দ দিয়ে পাঠ শুরু করি। সহজ না কঠিন তা আর বলছি না। শুনে যাই মনে আসুক, এর অজ্ঞাত, অভিনব। দেখে নিতে পার অভিধান। উসকা শব্দের মানে খুঁজতে উর্দু হিন্দি অভিধান দেখার দরকার নেই। অতি সহজ ও সরল অর্থ এর, তা হচ্ছে উস্কে দেয়া, বাড়িয়ে দেয়া। অভিধানে বলা আছে, প্রদীপের আলো উজ্জ্বল করার জন্য সলতে ঠেলে বাড়িয়ে দেয়া। এখন সবাই বিদ্যুতের আলোয় চলো, কাজ করো। আগে তা ছিল না। রাতের জন্য ছিল প্রদীপ, কুপি, হারিকেন। এই হারিকেন প্রদীপের সলতে থাকে। তা কেরসিনের ছোঁয়া পেয়ে জ¦লে থাকে, জ¦লতে থাকে। জ¦লা অংশটার মাথা বাড়ানো থাকলে আলো উজ্জ্বল বা বেশি আলো হয়। আশা করি উসকার সমাধান হয়েছে। উষ্মা অর্থ ক্রোধ, হয়তো অনেকে জানা।
কিন্তু উষ্ণা? উষ্ণীষ অর্থ পাগড়ি, নজরুলের কবিতায় পড়েছে। উষ্ণা অর্থ কি? এর অর্থ সিদ্ধ করা, সেজানো, বয়েল করা। সেজানো/সিজানো কথাটা গ্রামে ব্যবহার হয়। ধান সেজানো বা সিদ্ধ করা হয়। সংগৃহীত ধান শুকিয়ে সরাসরি ভাঙিয়ে যে চাল পাওয়া যায় তা আতপ চাল বা সান ড্রাইড রাইস ঝঁহফৎরবফ জরপব । Sundried Rice | sun-dried/ adjective (especially of food) dried in the sun, rather than by artificial heat. ধানকে সিদ্ধ করে ভাঙিয়ে যে চাল পাওয়া যায় তা সিদ্ধ বা পারবয়েলড রাইস Parboild rice । বিভিন্ন দেশে সিদ্ধ চাল ব্যবহার করা হয়। যেমন- বাংলাদেশ, নেপাল, বার্মা, শ্রীলংকা, মালেশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশে। তবে অনেকে আতপ চালের ভাত খান। সিদ্ধ করার ফলে ধানের খোসা ফেটে যায়। ফলে চাল থেকে তুষ বা খোসা সহজে পৃথক করা যায়।
ফিরে আসি পাঠে। উহ্যমান অর্থ হচ্ছে নীত হচ্ছে এমন. পেশ করা। অনুপ্রেরণা শব্দের অর্থ আশা করি জানো সবাই। উৎসাহ, ইন্সপিরেশন। যদি বলি অনুপ্রাণনা? এটারও একই অর্থ, উৎসাহ।
Inspiration / noun the process of being mentally stimulated to do or feel something, especially to do something creative.
অনুপ্ত অর্থ হচ্ছে বপন করা হয়নি এমন। ফলকী শব্দ শুনলে যাই মনে আসুক এর অর্থ ১.ফলি মাছ ২. ঢালি। ঢালি হচ্ছে যিনি ঢাল বহন করেন। ফলঙ্গ অর্থ লাফ বা উল্লম্ফন। (দেখে নাও সংক্ষিপ্ত বাংলা অভিধান, বা/একাডেমি, পৃ ৩৭৫) আজ এ পর্যন্তই।