চঞ্চল শিহাব

অবিরাম বৃষ্টিতে অনেকেই ঘর থেকে বের হতে পারছো না। স্কুলে যেতে আসেত অসুবিধা ইত্যাদি। বৃষ্টির ভালো খারাপ দুটি দিকই আছে। বৃষ্টি প্রকৃতির একটি নিয়ম। তবে অতিবষ্টি খারাপ। বৃষ্টির নানা ধরণ আছে। টিপ টিপ বৃিিষ্ট, ভারি বৃষ্টি, বর্ষণ, মুষলধারে বৃষ্টি ইত্যাদি। বৃষ্টির ইংরেজি রেইন, শাওয়ার। আবার পোর বা ডাউনপোরও বৃষ্টি। ক্লাউডবার্স্টও বৃষ্টি। দেখ কত শব্দ বৃষ্টি নিয়ে। দেখে নাও - Rain ; shower ; raining.

আবার রেইন ক্যাটস এন্ড ডগ অর্থ কিন্তু কুকুর বেড়াল বৃষ্টি নয়, এর অর্থ মুষলধারে বৃষ্টি।

rain cats and dogsin British English to rain very heavily. Cloudburst noun a sudden violent rainstorm

বৃষ্টি রেখে অন্য দিকে যাই। গস্ত একটি কঠিন শব্দ মনে হতে পারে। এর অর্থ ভ্রমণ, বেড়ানো। গস্তবেনে অর্থ কি হতে পারে? এর অর্থ ১. হাটবাজারে ঘুরে দ্রব্য ক্রয় করে যে ২্. ফেরিওয়ালা। বেনে মানে ব্যবসায়ী। বানিয়া, বণিক। গাছ বললে গাছড়ার কথা আসে। আমরা বলি গাছ-গাছড়া। গাছড়া অর্থ হচ্ছে তুচ্ছ লতাগুল্ম, ছোট বুনো গাছ।

নিকম মানে লবণ সবাই জানি। কিন্তু নিমকমহল? এর অর্থ হচ্ছে যে জমিতে লবণ উৎপাদন করা হয়। সমুদ্রের লোনা পানি থেকে লবণ উৎপাদন করা হয়। কক্সবাজার জেলায় গেলে বহু লবণের জমি দেখতে পাবে। সেখানে জমিতে লবণ চায় হয়, উৎপাদন হয়। নিমকি তো সবাই চেন। ঘি/ তেলে ভাজা লবণ মিশ্রিত ময়দার খাবার। আর নিমকিন অর্থ হচ্ছে লবণযুক্ত বা নোনতা। নিম হচ্ছে তিতা ফল। এর আরেকটি অর্থ হচ্ছে অর্ধেক, অল্প। নিমরাজি মানে হচ্ছে কিছুটা রাজি, অল্প অল্প রাজি। নিমঘি মানে কি হতে পারে? নিমের সাথে ঘিয়ের মিশ্রণ? অনেকটা তাই, তবে এর অর্থ হচ্ছে নিমের রস ও ঘি দিয়ে তৈরি ওষুধ। বোঝ অবস্থা। বিভব মানে কি হতে পারে? এর অর্থ সম্পত্তি, ঐশ্বর্য। বিভব থেকে বৈভব।

ল্যাংবোট এর বাংলা অর্থ হলো - ১ জাহাজের পিছনে যে নৌকা বাঁধা থাকে; ২ (ব্যঙ্গে) নিত্যসঙ্গী, অনুচর। এর ইংরেজি লংবোট হলেও বাংলা অভিধানে ল্যাংবোট নামেই শব্দটি গ্রহণ করা হয়েছে। দেখে নিতে পারো অভিধান। long-boat. Longboat –noun = a large boat which may be launched from a sailing ship আজ এ পর্যন্তই।