চঞ্চল শিহাব

আজ কঠিন শব্দ দিয়ে শুরু করি অভিধান পাঠ। ভড়ক শব্দ শুনলে ভড়কে যেও না যেন। এর অর্থ বাইরের জাঁকজমক। জমকালো। ঐ যে আমরা বলি ভিতরে ফিটফাট বাইরে সদরঘাট সে রকম আরকি। ভড়কে দেয়া আর ভড়কে যাওয়া হচ্ছে চমকে দেয়া। ভবদীয় শব্দের সাথে আমরা পরিচিত। চিঠির শেষে নামের আগে লেখা হয়। ভবদীয় জাহেদ। ভবদীয় শরীফা, ভবদীয় কাবেরী ইত্যাদি। ভবদীয় শব্দের অর্থ হচ্ছে আপনার, তোমার/আপনার সম্মন্ধে বা সম্পর্কিত। ভবদীয় /Adjective/ your; yours. (দেখে নাও সংক্ষিপ্ত বাংলা অভিধান, বা/এ, পৃষ্ঠা ৪৩১)। নাকারা/ নাকাড়া মানে ঢাক জাতীয় বাদ্যযন্ত্র। নাকাড়া ইংরেজি কি দেখা যাক। /noun/ kettle; kettle drum; প্রতিশব্দ হচ্ছে দামামা। আর নাকারাখানা/ নাকাড়াখানা? এর মানে হেেচ্ছ ঢাক জাতীয় বাদ্যযন্ত্র যেখানে রাখা হয়। যেমন চিড়িয়াখানা পশুপাখি থাকার যায়গা। রূপকথার গল্পে এই নাকাড়া পাবে। নাগরা অর্থ কি? এক ধরনের জুতো। এক প্রকার চামড়ার জুতো। জুতো বা জুতা কিন্তু অনেক রকমের হয়। কাপড়েরও হয়। নাগরা কিন্তু চামড়ার জুতো। আবার শালিধানও নাগরা। কিন্তু নাগরি/ নাগড়া ? এর অর্থ এক ধরনের মাটির কলস। নাৎসি কথাটা প্রায়ই পাবে তোমরা। এটা হিটলারের সমাজতান্ত্রিক দল। ইংরেজিতে লেখা হয় ঘধুর Nazi /ˈnɑːtsi/ noun a member of the far-right National Socialist German Workers’ Party.

কিন্তু উচ্চারণ নাজি হবে না, হবে নাৎসি। তেমনিভাবে পিজা হবে না হবে পিৎসা। যা লেখা তা কিন্তু উচ্চারিত হয় না। এটা সব ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য। যেটুকু উচ্চারণ হয় না সে অংশ উহ্য থাকে। নাবুদ শব্দের সাথে পরিচয় আছে কি? তেমন নেই। কিন্তু নাস্তা-নাবুদ? হা এটা চেনা শব্দ। এর অর্থ অপমান, পর্যুদস্ত, নাজেহাল। আর নাবুদ অর্থ হচ্ছে অস্তিত্বহীন, ধ্বংস। নাবুদ ফারসি ভাষা থেকে এসেছে। দেখো কাউকে খামাখা নাস্তা-নাবুদ করতে যেও না কিন্তু। আজ এ পর্যন্তই।