মো. আব্দুল আলিম
কবি প্রতিনিয়ত ভাবনার আকাশে দোল খায়। প্রতিনিয়ত কবি লিখে যায় অজস্র কবিতা। কবি কখনো প্রেমিক, কখনো বিদ্রোহী, কখনো নৈসর্গিক ভাবনায় একের পর এক কবিতা প্রসব করেন। সামাজিক, দেশপ্রেমের সমসাময়িক কবির চিন্তা চেতনায় তার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলেন। কবির সচারাচর অমোঘ সত্যবাণীই হয়ে ওঠে একটি শব্দ, একটি লাইন, একটি কবিতা, একটি কাব্য। কবি মোহাম্মদ আলীম- আল-রাজীর “ভালো থাকুক মেঘলা” গ্রন্থ থেকে আজকের এ আলোচনা। এ গ্রন্থে মোট কবিতা ৬১ টি। অনেকটা সহজ সাধারণ ভাষায় কবি লিখেছেন তার মনের ভাব-আকাক্সক্ষা। কবির এটিই প্রথম গ্রন্থ। তার “ভালো থাকুক মেঘলা” কবিতায় ১ম স্তবকে তিনি বলেছেন-
“বকুল ফুলের মালা হাতে
দাঁড়ায় গেটের পাশে চুপটি,
কলেজ শেষে মেঘলা আসবে -
এ আশায় আকাশ থেমে থাকে নিঃশব্দে।”
কবি গভীর ভাবনায় আচ্ছন্ন। অপেক্ষামাণ বকুল ফুলের মালা হাতে। গেটের পাশে চুপটি করে দন্ডায়মান। কলেজ শেষে কখন মেঘলা আসবে সেই আশায় কবি রোমান্টিক জীবন্ত কিংবদন্তি। আকাশে কোনো বৃষ্টি নেই। আবহাওয়া কবির যেনো অনুকূলে নিঃশব্দে কবি অপেক্ষমাণ। কবির ভালো লাগা, ভালোবাসায় যেনো মেঘলায় সব। ২য় স্তবকে বলেছেন-
“চোখে ছিল স্বপ্নের ছায়া
হাত ধরে হাঁটার ব্যাকুলতা,
কিন্তু সময়ের বাঁকে বাঁকে
হারিয়ে গেল সব গল্প তা।”
কবি মোহাম্মদ আলীম-আল- রাজী তার “ কালো টাকার সাদা মুখ” কবিতায় তিনি বলেছেন-
“ কালো টাকা সাদা হয়
চুপে চুপে পথটা কয়।
নিয়ম ভেঙে নামে জয়,
সৎটি হারে, মিথ্যে রয়।
ব্যাংক খাতে রঙের ছায়া
চোখে ধোঁয়া, মুখে মায়া।
টাকা আসে নানা বায়া,
কোথায় নীতি? কে’ বা চায়?”
বর্তমানে কালো টাকার ছড়াছড়ি। সামাজিক রাষ্ট্রীয়ভাবে আইনত অপরাধ। কিছু সুবিধাভোগী চুপি চুপি কালো টাকা ছাপিয়ে অঙুল ফুলে কলাগাছ হয়ে যায়। এখানে নিয়মনীতি ভেঙে সত্যটি হেরে যায়। মিথ্যে দন্ডায়মান থাকে। তাই কবি এমন কথা তুলে ধরেছেন যা বাস্তবচিত্র সত্য।
এ লেখায় কবি আরও বলেছেন-
“ ঘুষের থলি পকেট ভরে
চোরের খাতা জলে ধরে,
আইন শুনে ধৈর্য ধরে
তবু সত্য কি আর মরে?
...........................
............................
সাদা হতে হলে চিন
পথটি যেন হয় না বিলীন।”
প্রতিনিয়ত ঘুষ আর ঘুষ। প্রাতিষ্ঠানিক অফিস থেকে শুরু করে সর্বত্রই ঘুষ বাণিজ্য। অফিস সহকারী থেকে অফিসের বস। সাধারণ মানুষ কিংবা চাকরিজীবী কোনো অফিসে কাজের উদ্দেশ্য গেলেই আগে ঘুষ। অফিসের পাশেও দালালচক্র বেড়ে চলেছে। একটা ফাইল সই করে নিলেও দারোয়ান টাকা চায়। টাকায় যেনো সোনার হরিণ মেলে। তাই কবি আহ্বান করেছেন সাদা হতে হলে চিন, আর সত্য পথটি যাতে বিলীন না হয়। বইটির মূল্য: ২৩০ টাকা। প্রচ্ছদ: রাজ। প্রকাশ করেছে বাংলাদেশ প্রকাশনী।