চঞ্চল শিহাব

অনেক সময় দেখা যায় যে কোনো একটি শব্দ শুধুমাত্র একটি বিশেষ অর্থে ব্যবহৃত না হয়ে ভিন্ন ভিন্ন বিশেষ বিশেষ অর্থে ব্যবহৃত হয়। প্রতিদিনই অভিধান পাঠে তা দেখতে পাই। বাড়ি শব্দ দিয়ে অনেক কিছু বুঝানো হয়। মাথায় বাড়ি দেয়া অর্থ আঘাত করা। আবার বাড়ি বানানো হচ্ছে মানে ভবন বানানো হচ্ছে।

এবার পাঠ শুরু করা যাক। বয়স অর্থ সবাই জানি। এইজ মানে কোনো মানুষের জীবনকাল কতো। কিন্তু যদি বলি বয়সা? এর অর্থ বয়ঃসন্ধিকালে কণ্ঠস্বরের বিকৃতি বা পরিবর্তন। যেমন ছুটি গল্পের ফটিকের যা হয়েছিল। ১৩-১৪ বছর বয়সে এটা হয়। তোমাদেরও কারো কারো হয়েছে যারা এ বয়সে আছ। বয়স্ক মানে বয়োবিশিষ্ট, বছর নিয়ে কথা। বয়স্য অর্থ হচ্ছে সমবয়স্ক। আর বয়স্বী হচ্ছে পরিণত বয়সী বা এডাল্ট। বয়া অর্থ কিন্তু বয়সের সাথে যুক্ত কিছু নয়। এর অর্থ পানিতে পড়ে যাওয়া ব্যক্তির ভেসে থাকার উপকরণ। হালকা বলয়াকৃতির উপকরণ বলে এই নাম। আরেকটি বয়া আছে যা নৌপথে চড়ার অবস্থান বুঝার জন্য স্থাপিত পিপা ইত্যাদি। লঞ্চে তোমরা বয়া দেখতে পাবে। এর ইংরেজি বয়।

buoy (noun ) == an anchored float serving as a navigation mark, to show reefs or other hazards, or for mooring.

বরকন্দাজ শব্দটি রহস্যকাহিনির বইয়ে পাবে। বরকন্দাজ অর্থ হচ্ছে বন্দুকধারী রক্ষী।

বলছিলাম একই শব্দ ভিন্ন অর্থবোধক হতে পারে। হেরা এমন একটি শব্দ। হেরা মানে মক্কা শরিফের একটি পর্বত ও গুহা। আবার হেরা অর্থ দেখা। আমি কি হেরিনু! আমি কি দেখলাম!

হিলমোচিকা শুনতে কি মনে আসছে? এর কি অর্থ হতে পারে। আমরা যাকে বলি হেলেঞ্চা তাই এই হিলমোচিকা। এ ধরনের শাক বা লতাগুল্ম। হ্রেষা মানে ঘোড়ার ডাক সবাই জানো। হেষা বা হেষানিও সমার্থক। দেখে নাও অভিধান। হুড়কা মানে অর্গল বা খিল। কিন্তু হুড়কি এক ধরনের উড়ো ধান। হুড়ুম মানে মুড়ি তোমরা জানো। এর আরেকটি অর্থ হলো হঠাৎ বিশৃক্সক্ষলা সৃষ্টি করা।

পসার মানে বিক্রিবাট্টা ভালো, ব্যবসায় উন্নতি এমনটা বুঝায়। যেমন ব্যবসায় ভালো পসার হচ্ছে। পসার এর আরো একটা অর্থ হচ্ছে দোকান বা পণ্যসামগ্রী। পসারি অর্থও পণ্য বিক্রেতা। পসারিণী অর্থ নারী বিক্রেতা। আর পসুরি? এর অর্থ ৫ সের ওজনের বাটখাড়া। আজকাল বাটখাড়ার ব্যবহার কমে গেছে। সেরও নেই, সব কেজি হয়ে গেছে। বর্ণ মানে রঙ। কিন্তু বর্ণা অর্থ বর্ণনা করা। বাংলা ভাষার বা যে কোন ভাষার অক্ষরও বর্ণ, ইংরেজি এলফাবেট। আর বর্ণাট ? এর অর্থ দুটি ১. গায়ক ২. চিত্রশিল্পী। বলছিলাম এলফাবেটের কথা। alphabet (noun) == a set of letters or symbols in a fixed order used to represent the basic set of speech sounds of a language, especially the set of letters from A to Z.

আজ এ পর্যন্তই।