চঞ্চল শিহাব

আজ শুরু করি সাধারণ একটি শব্দ দিয়ে। অগ্নিশর্মা। শব্দটির অর্থ আশা করি জানো সবাই। এ শব্দ দিয়ে বুঝায় ক্রোধান্বিত হওয়া, অত্যধিক রাগ করা। শর্মা কিন্তু একটি টাইটেল বা বংশ পদবী। যেমন নকুল কুমার শর্মাা। অগ্নি শর্মা যখন লেখা হবে তখন কিন্তু তা নাম হয়ে গেল। অগ্নিসহ শব্দের কি অর্থ হতে পারে? মনে করতে পারো আগুনসহ অন্য কোন কিছুর কথা বলা হচ্ছে। কিন্তু না, এর অর্থ আগুনে পোড়ে না এমন বা ফায়ারপ্রুফ। দেখে নাও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান , পৃষ্ঠা ১৩। অগ্নি সেবন মানে আগুন খাওয়া বা সেবন করা নয়, আগুনের তাপ উপভোগ করা। শীতকালে মানুষ যে রকম আগুনের তাপ উপভোগ করে সেই রকম আর কি? অগ্রকর শব্দের অর্থ কিন্ত আগে প্রদেয় কর বা খাজনা নয়। এর অন্য অর্থ আছে। অগ্রকর শব্দের অর্থ দুটো ১, হাতের অগ্রভাগ, আঙ্গুল ২. প্রথম আলো, ফোকাল পয়েন্ট। আমরা জানি কর মানে হাত, করমর্দন মানে হ্যান্ডশেক।

তাতার একটি জাতির নাম। মধ্য এশিয়ার একটি যোদ্ধা জাতি। তাতারস এর অর্থ কি? শুনতে যাই মনে আসুক এর মানে হচ্ছে জ্বাল দিয়ে ঘন করা আখ বা খেজুরের পাতলা গরম রস। পাতলা গুড়ও তাতারস। তান্ডব শব্দের অর্থ জানো সবাই। ভাংচুর করা ইত্যাদি। কিন্তু তান্তব? এর অর্থ তন্তু সম্পর্কিত, তন্তু সম্বন্ধীয়। তন্তু মাসে সুতা।

বলছিলাম ফায়ারপ্রুফ আর ফোকাল পয়েন্টের কথা। শব্দ দুটো ইংরেজি। ফায়ারপ্রুফ হচ্ছে যা আগুনে পোড়ে না এমন।

fireproof > adjective - able to withstand fire or great heat.

এবারে ফোকাল পয়েন্ট

focal point > noun – 1,the point at which rays or waves meet after reflection or refraction, or the point from which diverging rays or waves appear to proceed.

  1. the centre of interest or activity.

আজ এ পর্যন্তই।