চঞ্চল শিহাব
ঈদুল আজহা শেষে আশা করি সবাই পড়ার টেবিলমুখী হয়েছো। ঈদে শুধু গোশত খেলেই হবে না ত্যাগের মনোভাবও দেখাতে হবে। আর সেটাই হচ্ছে কোরবানি ঈদের শিক্ষা। বছরে আমাদের দুটি ঈদ। ঈদ আনন্দের পাশাপাশি শিক্ষাও দেয়।
ঈদের ছুটিতে অনেকে বই পড়ো। গল্প উপন্যাস পড়ো। রহস্য কাহিনি তো আরো মজা। অনেকে পড়তে পড়তে নিজেই গোয়েন্দা সেজে যাও। গোয়েন্দা শব্দটির অর্থ সবাই জান। গোয়েন্দা (ইংরেজি: Detective) হচ্ছেন একজন পেশাদার অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা। তিনি কোনো পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক মনোনীত হতে পারেন। এর ইংরেজিটা দেখে নেয়া যাক। Detective noun 1. a person, especially a police officer, whose occupation is to investigate and solve crimes
রহস্যের জগৎ থেকে স্বাভাবিক জগতে ফিরি। চৌশিঙ্গা শুনতে চারটি শিঙ্গা মনে হতে পারে। কিন্তু না, এর অর্থ যার চার শিঙ আছে, চার শিঙযুক্ত হরিণ। চার ঠিক আছে কিন্তু শিঙ্গা মানে শিঙ ওয়ালা। চৌখুরি চৌধুরী জাতীয় কিছু নয়। এর অর্থ হচ্ছে চার খুরা বা পায়াযুক্ত কাষ্ঠাসন, চৌকি। গ্রামে চৌকি বসার কাজে ব্যবহার হয়। আবার শোয়ার জন্যও চৌকি আছে। ছোট চৌকিকে বলা হয় জলচৌকি। শহরেও আজকাল প্লাস্টিকের চৌকির ব্যবহার চালু হয়েছে।
জুতুয়া শুনতে ফতুয়া টাইপের কিছু ভাবতে পারো। কিন্তু না, এর অর্থ পাদুকা, জুতো। জুতো থেকে জুতুয়া। দেখে নাও এখনি অভিধান। ঝরোকা খুব সুন্দর একটি শব্দ। কবি ফররুখের কবিতায় শব্দটি পাবে। এর অর্থ জাফরি কাটা জানালা। ’জাফরি’ শব্দটির অর্থ চৌকা ছিদ্রের বেড়া। ১. চৌকো ছিদ্রযুক্ত বেড়া; ২. জালতি। যে জানালায় জাফরি কাঁটা থাকে তাকে বলে ঝরোকা। ঝড়তি-পড়তি = যা ঝরে পড়ে, নানা কারণে যা নষ্ট হয়। অনেক সময় দেখা যায় ফল এমনি ঝরে পড়ে। সেটাই ঝড়তি-পড়তি।
তালমাখনা শুনতে তালের সাথে মাখনা জাতীয় কিছু মনে হতে পারে। কিন্তু এর অর্থ জিরার মতো এক ধরনের বীজ। এখানে তালের কিছু নেই। তিন্তিড়ি, তেন্তিলী অর্থ হচ্ছে তেঁতুল গাছ। তুরগ, তুরঙ্গম = ঘোড়া, অশ্ব। তুরাগ নদীর সাথে এর কোন যোগ নেই। দগড়, দগর হচ্ছে ঢাক জাতীয় বাদ্য, রণবাদ্য, দামামা। দগড়া, দাগড়া অর্থ হচ্ছে মাটির উপর গরুর গাড়ির চাকা ইত্যাদির ঘর্ষণের দাগ, দড়ির ন্যায় দীর্ঘ দাগ, মোটা দড়ির মতো চাবুকাদির লম্বা ফোলা দাগ। দেখ শব্দ কোথা থেকে কোথায় চলে যায়। দগড়া শব্দটি এসছে হিন্দি ভাষা থেকে।
পেটোয়া বাহিনি খুব কমন শব্দ। মনে হতে পারে পেটানোর কাজে ব্যবহার করা বাহিনি। কিন্তু না পেটোয়া অর্থ বিশ্বস্ত, অনুগত। পেটোয়া বাহিনি মানে অনুগত বাহিনি। পোষ্টাই হালুয়া শব্দটি শুনে থাকবে হেকিমি চিকিৎসকের কাছে। পোষ্টাই অর্থ পুষ্টিকর, বলকারক। সেখান থেকেই পোষ্টাই হালুয়া। আর এটা বলবর্ধক ইউনানী মেডিসিন। আজ এ পর্যন্তই।