মোহাম্মদ নকিব

বাংলাদেশে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে গত আগস্টে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ এর ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ ও বিশ্লেষণ সম্বলিত সাংবাদিক-গবেষক আহমদ মতিউর রহমানের লেখা ৩টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে ‘ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪’, ‘দেশ কাঁপানো ২৩ দিন’ ও ‘আামি বিজয় দেখেছি ৩৬ জুলাই’। ‘ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪’ বইটিতে রয়েছে এই আন্দোলনের আনুপূর্বিক বিবরণ। জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে এতে তুলে ধরা হয়েছে ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের চিত্র। আছে দেশে দেশে আন্দোলনের ঘটনাবলীর ইতিহাস নির্ভর তথ্যাদি।

‘দেশ কাঁপানো ২৩ দিন’ বইটিতে মাত্র ২৩ দিনের দুর্বার ও রক্তাক্ত আন্দোলনে কিভাবে বদলে গেল বাংলাদেশ তার অনুপুঙ্খ চিত্র আছে। এই সময়টার ঘটনাবলী ছিল বাস্তবিকই দেশ কাঁপানো। ১৬ জুলাই থেকে প্রতিদিন নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছিল। আর ফুঁসে উঠছিল দেশের মানুষ। সে দিন রংপুরে পুলিশের গুলীতে প্রাণ হারান ছাত্র আবু সাঈদ। আরো যারা শহীদ হয়েছে তাদের বিবরণসহ বিভিন্ন ঘটনার বিবরণ রয়েছে বইটিতে।

আামি বিজয় দেখেছি ৩৬ জুলাই’ বইটিতে তুলে ধরা হয়েছে ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলনের বিজয় দিবসের সার্বিক চিত্র।

সারা দেশে সর্বস্তরের মানুষ কিভাবে মহামুক্তির এই দিনটিতে আনন্দ উল্লাস করেছে তার সচিত্র বিবরণ।

বইগুলো প্রকাশ করেছে দি রয়েল পাবলিশার্স, ৩৮/৩, বাংলা বাজার, ঢাকা। বইগুলোতে অনেকগুলো রঙিন ছবি যুক্ত করা হয়েছে। প্রচ্ছদ একেছেন মশিউর রহমান ও মোস্তাফিজ কারিগর। প্রতিটি বই ২২৪ পৃষ্ঠা, মূল্য ৪০০ টাকা।