চঞ্চল শিহাব
প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব উচ্চারণরীতি, বানানরীতি। প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দের সঠিক বানান এবং বাক্যে শব্দের সঠিক প্রয়োগ জরুরি। কথাগুলো এ জন্য বার বার বলা যে বানান শিখতে গেলে এগুলো মনে রাখতে হবে। নতুন নতুন শব্দ শেখা শিক্ষার্থীদের জন্যে খুব জরুরি, কারণ এর মাধ্যমেই দ্রুত পড়তে শেখা যায়। বাক্যের মধ্যে অজানা শব্দ পেলে সেই বাক্যের অর্থ বোঝা অনেকের জন্যে কঠিন হয়ে যায়। শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি যত সমৃদ্ধ ততটাই দ্রুত পড়তে শেখে এবং পড়েও বুঝতে পারে ছোটরা। নতুন শব্দ শেখা তাই অতীব গুরুত্বপূর্ণ। অতীব কঠিন হয়ে গেল? অতীব মানে খুবই। একটি শব্দ শেখা মানে ১। শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে শেখা ২। তার অর্থ শেখা ৩। তার বানান শেখা এবং ৪। তার ব্যবহার বা প্রয়োগ করতে শেখা।
এবার পাঠ শুরু করা যাক-
জাম তো সবাই চেন। আম জাম ইত্যাদি ফল। জামদানি যখন বললাম তখন মানে হওয়া উচিৎ জাম যাতে দান করা হয় বা দেয়া হয় সেই পাত্র বা বাটি। কিন্তু না, জামদানি মানে তাঁতে বোনা নকশাতোলা মিহি জমিনের উচ্চমানের সুতি শাড়ি। বিশেষ করে ঢাকাই জামদানি। জামবাটি মানে কাঁসার তৈরি বড় বাটি। জামরুদ অর্থ উজ্জ্বল সবুজ বর্ণের মূল্যবান রত্ন, এমারাল্ড। এমারাল্ড কি জানা যাক। emerald noun 1. a bright green precious stone consisting of a chromium-rich variety of beryl. == “an emerald necklace” 2. a bright green colour. = “the sea glistened in shades of emerald and jade”
আর জামরুল হচ্ছে ফল বিশেষ, তোমরা খেয়ে থাক। ত্রস্নু একটি কঠিন শব্দ মনে হতে পারে। এর অর্থ ত্রাসযুক্ত, ভীরু। ত্রাসন মানে ভীতি প্রদর্শন। ত্রাহি মধুসূদন আমরা বলে থাকি। ত্রাহি মানে উদ্ধার।
রদ মানে বাতিল হওয়া। রদ এর আরেকটি অর্থ হচ্ছে দাঁত। রদনও দাঁত। রদনী অর্থ হাতি, দন্তী। রদী মানে হাতি, দাঁত বিশিষ্ট। আর রদ্দি হচ্ছে ব্যবহারের অযোগ্য। রদ্দি মাল কথাটা এসেছ সেখান থেকে। রত্নি মানে যদি ভেবেছ রত্ন আছে এমন, তাহলে ভুল। রত্নি অর্থ কনুই থেকে মুষ্ঠিবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য।
মলয় মানে শুধু বাতাস বললে ভুল হবে। দখিনা বাতাস। মলয় মানে মালাবার দেশ বা মালয় উপদ্বীপ। সেই অঞ্চল বা মলয় থেকে আসা বাতাসও হচ্ছে মলয়। মলয়পবন, মলয়বায়ু, মলয়াচল, মলয়ানিল সবারই অর্থ দখিনা বাতাস। একে বলে ব্রিজ breeze –noun a wind or current of air, especially a light or moderate one. মলম্বা অর্থ সোনার পাত দিয়ে মোড়া এমন বা গিল্টি করা। আজ এ পর্যন্তই।