চঞ্চল শিহাব
অভিধানে একটি মূল শব্দ থেকে অনেক শব্দ তৈরি হয়েছে দেখতে পাবে। মূল শব্দটিকে বলে এন্ট্রি বা ভুক্তি। তারপর তা থেকে সৃষ্ট নানা শব্দের উল্লেখ ও অর্থ দেয়া থাকে। তা পড়ে সবাই নতুন নতুন শব্দ জানে, অর্থ জানে। নীল শব্দটি ধরা যাক। নীল অর্থ এক প্রকার বর্ণ, ব্লু। আবার এক প্রকার গাছ। যা থেকে নীল রঙ উৎপন্ন হয়। ইন্ডিগো প্লান্ট। অভিধানে নীলকণ্ঠ, নীলকমল ইত্যাদি প্রায় ৯/১০ টি শব্দ আছে। একেকটির একেক অর্থ। এর বাইরেও অভিধানে অনেক নতুন শব্দ যোগ হয়। কীভাবে ডিকশনারিতে নতুন শব্দ যুক্ত হয়? এই দায়িত্বটি যারা পালন করেন তাদেরকে বলা হয়ে থাকে লেক্সিকোগ্রাফার (lexicographer))। লেক্সিকোন (lexicon) মানে অভিধান। লেক্সিকোগ্রাফার শব্দটির বাংলা অর্থ হলো শব্দকোষ-সঙ্কলক বা অভিধানকার। তারা নিজেদের খেয়াল-খুশি অনুযায়ী ডিকশনারিতে নতুন শব্দ যোগ করেন, তা কিন্তু নয়। এজন্য তাদেরকে একটি লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মৌখিক ও লিখিতভাবে নতুন অসংখ্য শব্দ আত্মপ্রকাশ করছে নিয়মিতই।
নতুন কয়েকটি শব্দের কথা বলি। মাত্র ২০/২৫ বছর আগেও কেউ bucket list, selfie, unfriend, blog শব্দগুলোর অর্থ জানত না। কারণ তখন এই শব্দগুলোর প্রচলন ছিল না। তখন যদি কেউ এই শব্দগুলো ব্যবহার করত, কেউ কিছু বুঝতেই পারত না। কিন্তু এখন এই শব্দগুলো সবাই বুঝতে পারে, কারণ এখন শব্দগুলোর নিজস্ব অর্থ রয়েছে। মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম এসব শব্দকে পরিচিতি দিয়েছে। কোনো শব্দ অভিধানে স্থান পেতে চাইলে অবশ্যই সেটির অর্থ থাকতে হবে। ক্লিপিং বিদ্যমান শব্দগুলিকে ছোট করে নতুন রূপ দেয়, যেমন ‘ওয়েব লগ’ থেকে ‘ব্লগ’ এবং ‘ইনফ্লুয়েঞ্জা’ থেকে ‘ফ্লু’।
এবার পাঠে মন দেই। মৌরলা শিশু সাহিত্যে একটি প্রিয় শব্দ। এর অর্থ এক ধরনের ছোট মাছ। লোটন শুনতে ছোট শিশুর নাম মনে আসে। কিন্তু এর কয়েকটি অর্থ ১। মাটিতে গড়াগড়ি খাওয়া ২। ঝুটিদার পায়রা ৩। ঢিলা খোঁপা। লোচন অর্থ চক্ষু, নয়ন । সুঁদরি শুনতে যাই মনে আসুক এর অর্থ সুন্দর বনের গাছ, বা সেই গাছের কাঠ। সুঁদরি/সুন্দরী সমার্থক।
সুদ্ধ আর শুদ্ধ নিয়ে অনেকের সমস্যা রয়েছে। উচ্চারণ যদিও এক বানান আলাদা হওয়ায় অর্থও আলাদা। শুদ্ধ মানে ভুল নয় এমন, সুচি। আর সুদ্ধ অর্থ হচ্ছে সবটা মিলিয়ে, সমেত, পর্যন্ত। সবসুদ্ধ দশ টাকা দিতে হবে। এখানে সবটা মিলিয়ে। বেডোল মানে কি? মনে যাই আসুক এর অর্থ ডৌল নয়, কুশ্রী, খারাপ গঠন। ডৌল থেকে সুডৌল। মানে ভালো গঠন। বেঢপ মানে সামঞ্জস্যহীন।
বলছিলাম বাকেট লিস্ট শব্দের কথা। এর অর্থ মানুষ জীবনে যে অভিজ্ঞতা বা অর্জনের আশা করেন তার তালিকা, বালতির তালিকা নয়। সেলফি, আনফ্রেন্ড অর্থ সবার জানা। bucket list noun = a number of experiences or achievements that a person hopes to have or accom-plish during their lifetime. —- “making this trip is the first thing on my bucket list”” আজ এ পর্যন্তই।