চঞ্চল শিহাব

তোমরা যাত্রা গল্প উপন্যাস পড়ো, বিশেষ করে রহস্য কাহিনি, সেখানে বোম্বেটে শব্দের দেখা পাবে। বোম্বেটে মানে কিন্তু বোম্বাইয়ের কিছু নয়। এই শব্দটি দিয়ে শুরু করি অভিধান পাঠ।

বোম্বেটে অর্থ হচ্ছে - ১. জলদস্যু ২. গোলন্দাজ সৈন্য ৩. বেপরোয়া লোক ৪. দুষ্টু ছেলে। দেখো অবস্থা। তুমি কোনো দুষ্টু ছেলের দেখা পেলে তাকে বোম্বেটে বলে সম্বোধন করতে পারো। পরে অর্থটা বলে দিলে। জলদস্যুর ইংরেজি হচ্ছে পাইরেট। The pirate.= A pirate is a person who engages in piracy, which is the act of robbing or committing violence at sea or on the shores of the sea. Pirates are typically associated with stealing cargo, taking hostages, or otherwise harming ships or people on board.বোলবোলা শুনতে হরবোলা জাতীয় কিছু মনে হতে পারে। কিন্তু না এর অর্থ-হাঁকডাক, শক্তি, প্রতাপশালী।

ফেরু অর্থ কি হতে পারে? ভাবো একবার। পাচ্ছ না? ফেরু অর্থ শিয়াল, ফেউ। ফেউ শব্দ এসেছে এখান থেকে। বংশক কোনো বংশীয় ব্যাপার নয়- এর অর্থ ১. বাঁশপাতা মাছ, কাজলি মাছ ২, আখের প্রজাতিবিশেষ।

বটুয়া কোন পটুয়া জাতীয় কিছু নয়। এর অর্থ কাপড়ের তৈরি ছোট্ট থলে। বাতান্দোলিত মানে বাতাসে দোল খায় এমন। বাতল শুনতে বোতল বোতল মনে হতে পারে। কিন্তু না এর অর্থ বায়ুময়, ফাঁপা। বিভিন্ন খেলায় বা প্রতিযোগিতায় অনেকে শিরোপা জেতে। শিরোপা অর্থ কি? সবাই বলবে পুরস্কার, শীর্ষ পুরস্কার। শিরোপ অর্থ হচ্ছে ১. পুরস্কাররূপে পাওয়া শিরোভূষণ, পাগড়ি, উষ্ণীষ ২. পারিতোষিক, খেতাব, পুরস্কার, বিজয়স্মারক। দেখে নিতে পারো অভিধান। দেখা যাচ্ছে খেলায় যে শিরোপা দেয়া হয় তা পুরস্কার বা খেতাব। টেনিসে শিরোপা জেতে অনেকেই। শিরোপার ইংরেজি হচ্ছে Title|। আবার Crown-ও শিরোপা। রাজার মাথায় যা থাকে, বা পরানো হয়। রাজা যে কর্তৃত্বশালী তা বুঝাতে ক্রাউন বা মুকুট পরানো হয়। crown -noun 1. A circular ornamental headdress worn by a monarch as a symbol of authority, usually made of or decorated with precious metals and jewels.

শিরের কথা যখন এবার শিরোরুহ অর্থ জেনে নাও। শির অর্থ মাথা। শিরোরুহ অর্থ মাথার চুল। আজ এ পর্যন্তই।