চঞ্চল শিহাব

ধন্যাক শব্দটি শুনতে অনেক কিছু মনে হতে পারে। ধন্যবাদ সংক্রান্ত কিছু বা ধনবান জাতীয় কোনো কিছু। অভিধান দেখে এর সত্যাসত্য নিরুপণ করা যাক। কিন্তু না ধন্যাকের অর্থ হচ্ছে ধনিয়া, মশলা, ধনিয়া বা ধনে। এর সাথে আমরা পরিচিত, সেই ধনিয়া। তা থেকে হয় ধনেপাতা, যা আমাদের রান্নার একটি বড় উপাদান। ধনেপাতা মানে কি? ধনেপাতা, বিশেষ্য। একটি সুগন্ধি ঔষধি গাছ। এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। বঙ্গ অঞ্চলের প্রায় সর্বত্র ধনেপাতার বীজ খাবারের মসলা হিসেবে ব্যবহৃত হয়।

এবার আরেকটি শব্দ। ধনুষ্কোটি। এর অর্থ কোটি কোটি ধনুক নয়। এর অর্থ ধনুকের অগ্রভাগ। ধারণা করে ভুল কিছু লেখা যাবে না। শব্দের সঠিক অর্থ বুঝার জন্য তাই অভিধান খুব প্রয়োজনীয়।

এবারে একটা কঠিন শব্দ। ধন্যবাদার্হ। এ শব্দটি তোমরা পাবে অভিধানে। কিছু কিছু গল্পে উপন্যাসে পাওয়া যায় শব্দটি। এর অর্থ হলো ধন্যবাদ জ্ঞাপনের যোগ্য, ধন্যবাদ জানানোর যোগ্য।

দাবানল শব্দ তোমরা শুনে থাকবে। এটা যে দাবা খেলার সাথে যুক্ত কোন শব্দ নয় তা বুঝে গেছ নিশ্চয়ই। দাব + অনল = দাবানল। দাব মানে হচ্ছে বন বা অরণ্য। বনে আগুন লাগাই হচ্ছে দাবানল। গ্রীষ্মকালে বনাঞ্চলে গাছের ডালে ডালে ঘর্ষণে যে আগুন লাগে তা হচ্ছে দাবানল। উইকিপিডিয়া বলছে, শুষ্ক বনাঞ্চলে মাত্রাতিরিক্ত উত্তাপের রেশ ধরে সৃষ্ট আগুন গোটা বন জুড়ে ছড়িয়ে পড়ার ঘটনা দাবানল হিসেবে পরিচিত। বনের ভেতরে ঘন ঝোপঝাড় এবং পরস্পর সংস্পর্শে থাকা গাছপালা স্বতঃস্ফূর্ত দহনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এমতাবস্থায় ছোট একটি অগ্নিস্ফুলিঙ্গই যথেষ্ট পুরো বনভূমিকে অঙ্গারে পরিণত করার জন্য। কিছু দিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়াসহ বিরাট এলাকা দাবানলে পুড়ে গেছে। সে এক ভয়াবহ ব্যাপার। এবার এর ইংরেজি দেখা যাক। দাবানলের ইংরেজি হচ্ছে ফরেস্ট ফায়ার, ওয়াইল্ড ফায়ার, বুশ ফায়ার।

A wildfire, forest fire, ora bushfire is an unplanned and uncontrolled fire in an area of combustible vegeta- tion. nguages · Learn more.. forest fire noun a large, de- structive fire that spreads over a forest or area of woodland. আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা।