চঞ্চল শিহাব

আমরা সবাইকে অভিধান পাঠ করতে বলি। কারণ বিভিন্ন শব্দের মানে জানতে এর চেয়ে ভালো উপায় নেই। বাংলা ভাষায় কথা বলে বা লিখে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি তা অন্য ভাষায় প্রকাশ করা আমাদের জন্য বেশ কষ্টকর। বাঙালি তার ভাষা নিয়ে গৌরব করে থাকে। গৌরবের কারণ আছে। একটি কারণ বাংলাভাষায় উচ্চারণের সঙ্গে লিখিতরূপের নৈকট্য। আমরা যেভাবে উচ্চারণ করি সে-ভাবেই লিখে থাকি। এটা কিন্তু অন্য ভাষাতে কম। ইংরেজি পুট বা বাট শব্দই ধরা যাক। একই ধরনের বানান বাট এবং পুট। কিন্তু উচ্চারণ আলাদা।

But / Put . আরো বহু শব্দ আছে এরকম। যার উচ্চারণ আলাদা।

আজ বিশেষ একটি দিকের কথা বলি। ইংরেজিতে বেশির ভাগ দোকানের নামই সহজ যেমন: toy shop Ges book shop প্রভৃতি। কিন্তু কিছু দোকান আছে যেগুলোর বিশেষ নাম আছে। আমাদের দেশে এই নামের ক্ষেত্রে বৈচিত্র্য আছে। স্টোর মানে দোকান। অনেক দোকানের নামে স্টোর দেখা যায়। যদিও এটা ইংরেজি শব্দ। এবারে ইংল্যান্ডের কিছু দোকানের নাম নিয়ে কথা বলি। Greengrocer’s (ফলমূল ও সবজি বিক্রেতা) Greengrocers-এ ফলমূল ও সবজি বিক্রি করা হয়। কিছুক্ষেত্রে তারা অন্যান্য কিছু জিনিসও বিক্রি করে থাকে। আর শুধু গ্রোসারি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান।  grocery

grocery = noun = a grocer’s shop or business. আমরা এটাকে মুদি দোকান বলে থাকি। grocer= noun = a person who sells food and small household goods.

Baker’s (রুটির দোকান) Baker’s এ রুটি ও কেক বিক্রি করা হয়। আমাদের দেশে বেকারি বলা হয়ে থাকে। বেক থেকে বেকারি। বেক অর্থ হচ্ছে সেঁকা।

Chemist’s (ওষুধের দোকান)। macy শব্দটি মাঝেমাঝে ব্যবহৃত হয়। drug store শব্দটি আমাদের দেশে ব্যবহার করা হয়। ড্রাগ স্টোর মানে ওষুধের দোকান। কেমিস্ট এবং ফার্মেসি শব্দও ব্যবহার হয়। যদিও আসল উচ্চারণ ফার্মাসি। আর শুধু ড্রাগ ভিন্ন অর্থ বহন করে।

Stationer’s / Stationery shop (স্টেশনারি দোকান)। স্টেশনারি দোকানে কাগজ, পেন্সিল, কলম এবং একটি অফিসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করা হয়। আমদের দেশে এর নাম মনিহারি দোকান। Newsagents (সংবাদপত্রের দোকান)। সংবাদপত্রের দোকানে সংবাদপত্র এবং ম্যাগাজিন বিক্রি করা হয়। এছাড়াও তারা অনেকসময় অন্যান্য স্টেশনারি সামগ্রীও বিক্রি করতে পারে। আমাদের দেশে এর তেমন নাম বা সাইনবোর্ড থাকে না। পত্রিকার স্টল বলা হয়ে থাকে।

Corner shop (ছোট খুচরা বিক্রেতা)। Corner shop হলো একটি ছোট খুচরা দোকান, সাধারণতঃ আবাসিক এলাকায় অবস্থিত, যেখানে দৈনন্দিন জীবনের কিছু সীমিত সংখ্যক সামগ্রী পাওয়া যায়।

কিচেন মার্কেট বলতে বাংলায় কাচা বাজার বুঝায়, রান্নাঘর মার্কেট নয়। এটা এমন বাজার যেখানে মাছ, গোশত ও তরকারি পাওয়া যায়।

Kitchen markets are places where people buy their daily necessities, particularly meat, fish, vegetables, etc. আজ এ পর্যন্তই।