চঞ্চল শিহাব

বাংলা আমাদের নিজস্ব ভাষা হওয়া সত্ত্বেও সাধারণত কয়েক প্রকারের ত্রুটি লেখার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর তার মধ্যে প্রধান হলো বানানের ভুল। আছে শব্দ ও পদের অপপ্রয়োগ; বাক্য গঠনের ত্রুটি; প্রয়োগের বাহুল্য; সাধু চলিতের মিশ্রণ। অভিধান পাঠ ভুল থেকে রক্ষা করতে পারে।

ভাববিনিময়ের প্রধান মাধ্যম হলো ভাষা। ইশারাও একটি মাধ্যম। ভাষা মানুষ এমন সহজাতভাবে ব্যবহার করে যে এর সম্পর্কে সে খুব বেশি ভাবে না। ধরো বাংলা ভাষার কথা। গ্রামের নিরক্ষর মানুষ কিন্তু কথা বলছে এই ভাষায়। মুখের ভাষাকে লিখিত ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তন হয়।

বাংলা বানানের নিয়ম জানা থাকলে বানান ভুল পরিহার করা সম্ভব। শব্দের কঠিন বানান মুখস্ত করা, মনে রাখা উচিত। এসব শব্দের প্রত্যেকটির বানানেই কিছু-না-কিছু জটিলতা রয়েছে এবং ভালোভাবে শেখা বা জানা না থাকলে এসব শব্দের বানানে ভুল হতে পারে।

বাংলা ভাষায় অনেকগুলো কঠিন কঠিন ও দীর্ঘ শব্দ আছে। যেগুলো ভাষায় সাধারণত কম ব্যবহার করা হয়। এর একটা প্রধান কারণ বাংলা ভাষায় সাধু ভাষা ব্যবহার কমে যাওয়া। বলতে গেলে সাহিত্যে ব্যবহৃত সাধু ভাষার নমুনা আজকাল আর চোখে পড়ে না। প্রাচীন ঐতিহ্য হিসেবে, কখনো রম্যরচনা হিসেবে, দলিল-দস্তাবেজে, অফিস-আদালতে সাধু ভাষার ব্যবহার এখনো লক্ষ্য করা যায়। তবে ক্রমশ এই ব্যবহারও সংকুচিত হচ্ছে। কথাটা কঠিন হয়ে গেল? ক্রমশ ও সংকুচিত। ক্রমশ মানে ধীরে ধীরে। সংকুচিত মানে কমে যাওয়া, ছোট হয়ে আসা।

যাই হোক শুরু করি অভিধান পাঠ।

কিংকর্তব্যবিমূঢ়, অঘটনঘটনপটিয়সী। কঠিন হলেও শব্দ দুটির সাথে তোমরা পরিচিত। কোনো কিছুতে বেশ আশ্চর্য হয়ে যাওয়া ও কি করতে হবে সেই জ্ঞান লোপ পাওয়া হলো কিংকর্তব্যবিমূঢ়। এর অনেকগুলো ইংরেজি প্রতিশব্দ আছে। একটি পারপ্লেক্সড। এখানে মিনিং দেখ— perplexed adjective com- pletely baffled; very puzzled

আর অঘটনঘটনপটিয়সী? এর অর্থ হচ্ছে নতুন কিছু ঘটান যে নারী। অসাধ্যসাধনে বা অকাজে পটু নারী। এখানে পুরুষের কথা বলা হয়নি।

পরিস্রাবণ কি? শ্রাবণ মাসের সাথে এর কোনো যোগ নেই। তরল ও কঠিন পদার্থের মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবণ বলে। Filtration, the process of removing solid particles from a liquid or gaseous liquid using a filter medium that allows the liquid to pass through but retains the solid particles.

ব্যতিরেকে মানে বাদ দিয়ে। এটা মোটামুটি তোমাদের পরিচিত শব্দ। বাত্যাবিধ্বস্ত অর্থ কি? বাত্যা মানে প্রবল বায়ু বা ঝড়। আর বাত্যাবিধ্বস্ত মানে হচ্ছে ঝড়ে বিধ্বস্ত।

উপর্যুক্ত শব্দটি কম ব্যবহৃত। এর পরিবর্তে আজকাল উল্লিখিত শব্দ ব্যবহার করা হয়। উপর্যুক্ত হচ্ছে পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন। এর ইংরেজি Above-mentioned.

নঞর্থক কি অর্থ বহন করে? এর অর্থ নেতিবাচক, নেগেটিভ। Bearing a negative sense; negative. আজ এ পর্যন্তই।