চঞ্চল শিহাব
আজ একটি সহজ শব্দ দিয়ে শুরু করি অভিধান পাঠ। কুশল। সবাই কুশল কামনা করে। কুশল অর্থ ১.মঙ্গল. শুভ, কল্যাণ। মঙ্গল কামনা বা কুশল বিনিময় করা হয়। ২. দক্ষ, কল্যাণযুক্ত। এই অর্থটি বিশেষণ। আর প্রথমটি বিশেষ্য। ভালো কথা বলা। কুশল বিনিময়ের অন্যতম একটি সুন্নত হলো, ভালো কথা বলা। অহেতুক কথা বর্জন করা। প্রিয় নবী (সা.) ভালো কথা বলাকে সদকা বলে আখ্যা দিয়েছেন। দেখা যাচ্ছে কুশল সহজ শব্দ হলেও এর অর্থ ব্যাপক। তুমিও কারো কুশলাদি জানতে চাইতে পারো।
পারো তার কুশল কামনা করতে। আরো একটি সহজ শব্দ হচ্ছে ধরা। এর অনেকগুলো অর্থ। ১. পৃথিবী ২. ধারণ করা ৩. গ্রেফতার করা, আটক করা। ধরা সহযোগে অনেক শব্দ আছে অভিধানে। যেমন ধামাধরা। এর মানে চাটুকার। ঘুম ধরা মানে ঘুম পাওয়া। ছেলেধরা মানে বাচ্চা চুরি করে নেয় যারা।
এর ইংরেজি কি দেখা যাক। kidnapper; child lifter. kidnapper = a person who abducts someone and holds them captive, typically to obtain a ransom.
কাঠধরা। এর অর্থ কিন্তু কাঠ হাত দিয়ে ধরা নয়। এর অর্থ ওজন মাপার সময় পাল্লার দুই পাশের ওজন সমান করে নেয়ার জন্য ইটের টুকরো, কাঠ ইত্যাদি দিয়ে ফের দূর করা বা যে সমতা তৈরি করা হয়, তাকে কাঠধরা বলে। কাঠধরা করে মাপার কাজ করা হয়। বাজারে গেলে এই চিত্র তুমি দেখতে পাবে। অবশ্য এখন ডিজিটাল পাল্লা এসে গেছে। এই কাঠধরা না করা নিয়ে বেশ হাঙ্গামা ও বচসা হয়ে থাকে। বচসা= ঝগড়া, বিরোধ, তর্কবিতর্ক। এর ইংরেজি কুয়ারেল, ডিসপিউট, অল্টারকেশন।
Quarrel ; dispute ; altercation.
মালসা ও মালসি দুটি অপিরিচিত শব্দ। তবে গ্রামাঞ্চলে এখনো মালসার ব্যবহার আছে। মালসা অর্থ এক ধরনের মাটির পাত্র বা হাঁড়ি জাতীয় মাটির পাত্র, ২. গোল ও ভিতরে গভীর আগুন রাখার পাত্র বিশেষ। শীতকালে এই মালসায় কাঠের সাহায্যে আগুনের মাধ্যমে শীত নিবারণ করা হয়। বৃদ্ধ লোকেরা বিশেষ করে বৃদ্ধারা এটা করে থাকেন। দাদী নানীদের কাছে জানতে চাইলে এ বিষয়ে তারা বলতে পারবেন।
এবারে কয়েকটি কঠিন শব্দ। সমাঘ্রাত = সম+আঘ্রাত। এর অর্থ উত্তম রূপে ঘ্রাণ নেয়া হয়েছে এমন। সমুদ্রনেমি। শুনতে যাই মনে আসুক এর অর্থ পৃথিবী। সম্ভাষা = সম্বোধনপূর্বক আলাপ করা। আজ এ পর্যন্তই।