চঞ্চল শিহাব
প্রকৃতিতে শরৎকাল নিয়ে আসে স্নিগ্ধতা আর মুগ্ধতায় মাখা কিছু মিষ্টি সময়। ভাদ্র আশ্বিন দুটি মাস আলাদাভাবে ধরা দেয়। বর্ষায় বৃষ্টিতে থাকে এক রকম অবস্থা। ঘর থেকে বের হওয়া যায় না। বর্ষা নিয়ে এক সংখ্যায় লিখেছিলাম। আজ বলছি শরৎ ঋতু ও অন্যান্য ঋতুর নাম নিয়ে। শরতে শিউলি ফুল কুড়ানো, পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় আকাশে। ভাদ্র-আশ্বিন এ দুই মাস শরৎকাল। এখন শরতের শেষ সময় আশ্বিন।
ইংরেজিতে ছয়টি ঋতুর নাম খেয়াল করো। Summer (সামার), গ্রীষ্মকাল, Autumn (অটাম) শরৎকাল Late Autumn (লেইট অটাম), হেমন্তকাল, Rainy Season (রেইনি সিজন), বর্ষাকাল, Winter (উইনটার), শীতকাল, Spring (স্প্রিং), বসন্তকাল। দেখা যাচ্ছে বাংলায় আমরা শরৎ বলি, অটাম শব্দ দিয়ে ইংরেজিতে তা বুঝানো হয়। কিন্তু হেমন্তের আলাদা নাম নেই। বলা হয় লেইট অটাম।
autumn the season of the year between summer and winter, lasting from September to November north of the equator and from March to May south of the equator, when fruits and crops become readz to eat and are picked, and leaves fall. অটাম, গ্রীষ্ম এবং শীতের মধ্যের ঋতু, নিরক্ষরেখার উত্তরে সেপ্টেম্বর থেকে নবেম্বর পর্যন্ত এবং নিরক্ষরেখার দক্ষিণে মার্চ থেকে মে পর্যন্ত স্থায়ী হয়, যখন ফল এবং ফসল খাওয়ার জন্য প্রস্তুত হয় এবং সেগুলি তুলে নেওয়া হয়, আর পাতা ঝরে যায়। ইংরেজিতে অটামের আরেক রুপ হচ্ছে লেইট অটাম। বাংলায় আমরা যাকে বলি হেমন্ত। শরতের ধারা হেমন্তের মধ্যেও বয়ে চলে বিধায় এই নাম। তবে বাংলায় আলাদা নাম।
শরতের রাতে ফুটে শিউলি ফুল। ঝরে যায় ভোরবেলায়। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে। শেষ রাতে শিউলির সুবাস ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত। এজন্য এর ইংরেজি নাম নাইট জেসমিন এবং হিন্দি ও উর্দুতে একে ডাকা হয় রাতকা রানি বলে। শিউলি হচ্ছে নিক্টান্থেস (Nyctanthes) প্রজাতির একটি ফুল। এর বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis লাতিন Nyctanthes-এর অর্থ হচ্ছে ‘সন্ধ্যায় ফোটা’ এবং arbor-tristis-এর মানে হচ্ছে ‘বিষণ্ন গাছ’। পেঁজাতুলো কি? ধুনে আঁশ পৃথক করা হয়েছে এমন তুলো হচ্ছে পেঁজাতুলো। এর ইংরেজি হচ্ছে - Clouds like fluffy cotton. আজ এ পর্যন্তই।