চঞ্চল শিহাব
আজ আবার একটি কঠিন শব্দ দিয়ে শুরু করি অভিধান পাঠ। ঐক্ষর। শুনতে যা ই মনে আসুক, এর অর্থ হচ্ছে ইক্ষু সম্বন্ধীয়। আখ সম্পর্কিত। ইন্দুনিভ শব্দের অর্থ হচ্ছে চাঁদের মতো। ইন্দু মানে চাঁদ। চাঁদের অনেক অর্থ বা প্রতিশব্দ আছে। আবার কোনো শব্দের সমজাতীয় অর্থ প্রকাশের জন্যে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে বিকল্প শব্দ বলে। বাংলা ভাষাসহ পৃথিবীর অধিকাংশ ভাষায় এ ধরনের শব্দ আছে। যেমন: কপাল, ভাগ্য, ললাট, নিয়তি। অর্থ সম্প্রসারণের ক্ষেত্রে, ব্যঞ্জনা প্রকাশে, ভাষার সৌকর্য বৃদ্ধিতে, বাক্য কাঠামো নির্মাণে এবং একঘেয়েমি পরিহারের ক্ষেত্রে বিকল্প শব্দ ব্যবহার করা হয়। প্রতিশব্দও কখনো কখনো বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হয়। শব্দভান্ডারকে সমৃদ্ধ করার জন্যে বিকল্প শব্দের প্রয়োজন রয়েছে। অন্যান্য ভাষা থেকেও শব্দ সংগ্রহ করে বাংলা ভাষার বিকল্প শব্দভান্ডার সমৃদ্ধ হচ্ছে। সমার্থক শব্দ বলেও একটি কথা আছে। যা সমান বা একই ধরনের অর্থ বহন করে।
একমেটে শুনতে সাধারণ কিছু মনে হতে পারে। এক মাটিতে বা এ রকম কিছু। আসলে তা নয়। একমেটে অর্থ হচ্ছে একবার মাটির প্রলেপ দেয়া হয়েছে এমন। আবার অসম্পূর্ণ বুঝাতেও এ শব্দ ব্যবহার করা হয। এক বা একাধিক বার মাটির প্রলেপ দেয়া হয় গ্রামের মাটির ঘরে পিড়া লেপার সময়ে। পরে আবার দেয়া হয়। যাকে বলা যেতে পারে ফিনিশিং টাচ। সেই প্রথম প্রলেপই একমেটে। এবে শব্দটি পুরনো যে কোন সাহিত্যে বা কবিতায় পাবে তোমরা। এর অর্থ কি? এবে অর্থ এই সময়ে। ঐণিক কোনো জ্যামিতির শব্দ নয়। কৌণিক জাতীয় কিছু নয়। এর অর্থ হরিণ শিকারী। কটকিনা বুরকিনা ফাসোরা মতো কোন দেশের নাম নয়। কটকিনা অর্থ হচ্ছে নিয়মের কড়াকড়ি। দেখে নিতে পারো অভিধান।
অভিধান দেখে নিশ্চিত হওয়া খুব ভালো অভ্যাস। কফনি শব্দের অর্থ কি হতে পারে? অনেক কিছু ভাবতে পারো। এর অর্থ হচ্ছে কনুই। হাতের কনুই। কবিবর শব্দ শুনে থাকবে। সম্বোধনমূলক শব্দ এটা নয়। এর অর্থ প্রধান কবি, কবিদের মধ্যে শ্রেষ্ঠ। কম্র মানে কি হতে পারে? কর্ম বা তার মতো কিছু? কম্র অর্থ, মনোহর/সুন্দর। করপত্র অর্থ ট্যাক্সের কিছু বা পত্র নয়। করপত্র হচ্ছে করাত, খাঁজকাটা করাত, যা দিয়ে কাঠ ইত্যাদি কাটা হয়। করযষ্ঠী মানে হচ্ছে হাতলযুক্ত ছড়ি। যষ্ঠী মানে ছড়ি। বুড়ো দাদুরা যা হাতে নিয়ে হাঁটেন। ঔপাধিক অর্থ - উপাধিজাত, অভিধা, উপাধি, নাম। ঔদরিক- পেটুক, খাদক। উদর মানে পেট। উদর থেকে ঔদরিক।
বলছিলাম শিকারের কথা। এর ইংরেজি হান্টিং, চেজ, প্রেই। শিকারী noun,adjective/ Hunter; fowler:-/adjective/ hunting হরিণ শিকার=. deer hunt Hunting; chase; game; prey.
বাঘ শিকার = Tiger hunting is the capture and killing of tigers আজ এ পর্যন্তই।