চঞ্চল শিহাব
বাংলা ভাষা বা অন্য যে ভাষা হোক, প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব উচ্চারণরীতি, বানানরীতি এবং প্রয়োগ কৌশল। প্রয়োগ কৌশল কঠিন হয়ে গেল। কিভাবে ব্যবহার বা প্রয়োগ করবো সে কৌশল। মনের ভাব প্রকাশের যথার্থতা বা সত্যিকারের ইচ্ছে নির্ভর করে বাক্যে শব্দের প্রয়োগ কৌশল ও শব্দের বানানের শুদ্ধতার ওপর। বানান ভুল যেন না হয়। তাই প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দের সঠিক বানান এবং বাক্যে শব্দের সঠিক প্রয়োগ জরুরি। কথাগুলো এ জন্য বলা যে বানান শিখতে গেলে এগুলো মনে রাখতে হবে।
অনেক সময় দেখা যায় যে কোন একটি শব্দ শুধুমাত্র একটি বিশেষ অর্থে ব্যবহৃত না হয়ে ভিন্ন ভিন্ন বিশেষ বিশেষ অর্থে ব্যবহৃত হয়, এ বিষয়ে আগেও আলোচনা করেছি। প্রতিদিনই অভিধান পাঠে তা দেখতে পাই। শব্দের এরূপ ব্যবহারকে ভিন্নার্থে প্রয়োগ বলা হয়। যেমন পাকা শব্দটি ধরা যাক। পরিপক্ব অর্থে - পাকা জাম খেতে মিষ্টি। খাঁটি অর্থে-– পাকা সোনায় খাদ থাকে না। অভিজ্ঞ অর্থে - তিনি একজন পাকা লোক। দক্ষ বুঝাতে- হাসান একজন পাকা খেলোয়াড়।
শব্দ মানে সাউন্ড এবং ওয়ার্ড দুটোই। আওয়াজ, সাউন্ড যেমন শব্দ, আবার শব্দ ব্যবহার মানে বইয়ে লেখায় শব্দের বা ওয়ার্ডের যে ব্যবহার, এখানে শব্দের মানে ওয়ার্ড।word = noun - a single distinct meaningful element of speech or writing, used with others (or sometimes alone) to form a sentence and typically shown with a space on either side when written or printed. sound = noun - vibrations that travel through the air or another medium and can be heard when they reach a person’s or animal’s ear.
এবার পাঠ শুরু করা যাক। অকৈতব একটি কঠিন শব্দ মনে হতে পারে। এর অর্থ অকপট, কপট নয়। ভালো, সুন্দর। অকোট- মানে কোট গায়ে দাওনি এমন নয়। এর অর্থ সুপারি গাছ, গ্রামে তোমাদের বাড়িতে অবশ্যই এই গাছ থাকবে। অকোবিদ- অর্থ ১। অদক্ষ ২্। মূর্খ । অখিদ্য- খাদ্যজাতীয় কিছু নয়- এর অর্থ খেদহীন , যার কোনো খেদ থাকে না। খেদ কি? খেদ অর্থ হচ্ছে আক্ষেপ, অনুতাপ। দ্বীপী শব্দে একাধিক অর্থ আছে। ১। চিতাবাঘ ২। দ্বীপবাসী, সমুদ্র। দ্যুচর- মানেও দুটি ১। আকাশচর ২। পাখি।
ধরতি- শব্দের মধ্যে কোন ধরার বিষয় নেই। দেয়ার বিষয় আছে।
জিনিসপত্র বিক্রির সময় দেয়া অতিরিক্ত জিনিস, মানে ফাউ। যা এমনি এমনি দেয় দোকানি। ধান্যচমস- এ ধান্য বা ধান আছে। তবে ভিন্নভাবে। এর অর্থ চিঁড়া। ধান থেকে চিঁড়া হয়। ধান্যপঞ্চক- পাঁচ প্রকার ধান।
ধূমিকা- এর সঙ্গে ভূমিকার কোন যোগ নেই। এর অর্থ কুয়াশা কুহেলিকা, নীহার, কুজ্ঝটিকা। নক্ষত্রপতি, চাঁদ । চাঁদ কিন্তু নক্ষত্রই।
তবে এই গোত্রের পতিই। নবনীপ-সদ্য তোলা কদম ফুল, নীপ অর্থ কদম ফুল বা ঐ ফুলের গাছ। আর নবনীত অর্থ হচ্ছে সদ্য তোলা মাখন। নিদালি- ১। কল্পিত নিদ্রাকর্ষক মন্ত্র ২। ঘুমঘুম ভাব। নিরয় অর্থ দোজখ, নরক। আজ এ পর্যন্তই।